ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একটি ‘দৃশ্য’ নিয়ে বচ্চন পরিবারে অশান্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
একটি ‘দৃশ্য’ নিয়ে বচ্চন পরিবারে অশান্তি

মুক্তির আগেই শোরগোল ফেলে দিলো বলিউডের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি। রণবীর কাপুর ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত একটি দৃশ্য নিয়ে যতো অশান্তি শুরু হয়েছে বচ্চন পরিবারে।

 

অনেকদিন পর বড় ব্যানারের ছবিতে কাজ করতে দেখা যাবে ঐশ্বর্যকে। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ট্রেলারে রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে ঐশ্বর্যকে। এ দৃশ্য সাধারণ মানুষকে উৎসাহিত করলেও অন্তত একজন খুশি হননি। তিনি আর কেউ নন, স্বয়ং অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়ার শ্বশুর।  

অনেকে বলছেন, চিত্রনাট্যে রণবীর-ঐশ্বর্যর ঘনিষ্ঠ দৃশ্যের কথা জানতে পেরেই করণ জোহরের কাছে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন অমিতাভ। ছবির ট্রেলার দেখার পর অমিতাভের ক্ষোভ আরও বাড়ে। তিনি সিনেমা থেকে দৃশ্যটি বাদ দিতে বলেন। করণ জোহর অনেক বুঝিয়ে শান্ত করেন অমিতাভকে। করণ তাকে বলেছেন, দৃশ্যটি একেবারেই নিরামিষ ও নিরীহ প্রকৃতির। কাজেই এই নিয়ে সমস্যা হওয়ার কথা নয়।

শোনা যাচ্ছে, দৃশ্যটি নিয়ে ঝামেলা হয়েছে অভিষেক বচ্চন-ঐশ্বর্যর মধ্যেও। অভিষেকও নাকি ছবির ট্রেলারে রণবীরের সঙ্গে নিজের স্ত্রীকে ঘনিষ্ঠ হতে দেখে দারুণ অসন্তুষ্ট হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।