ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জাহিদের মতে, অভিনয়ে সুজানার উন্নতি 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
জাহিদের মতে, অভিনয়ে সুজানার উন্নতি  জাহিদ হাসান ও সুজানা

ঈদুল আজহার চারটি নাটকে আছেন জনপ্রিয় অভিনেত্রী সুজানা। এর মধ্যে তপু খানের পরিচালনায় ‘সলিউশন ব্যাংক’ অন্যতম।

কারণ এর শুটিংয়ের সময় প্রিয় অভিনেতা জাহিদ হাসানের মুখে প্রশংসা শুনেছেন সুজানা। এ কারণে উচ্ছ্বসিত তিনি।

চার বছর পর জাহিদ হাসানের বিপরীতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সুজানা। শুটিংয়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, “জাহিদ ভাই বরাবরই অভিনয়ে সাহায্য করেন। এবার আমার অভিনয় দেখে বলেছেন, আগের চেয়ে নাকি উন্নতি করেছি। তিনি বলেছেন, ‘তোর মতো সুন্দরী মেয়ের অভাব রয়েছে ইন্ডাষ্ট্রিতে। নিয়মিত অভিনয় করলে অবশ্যই তুই ভালো অভিনেত্রী হতে পারবি। ”

সুজানা জানান, এমন মন্তব্যের পর অভিনয়ের প্রতি তার আগ্রহ বেড়েছে। এখন থেকে নিয়মিত নাটক করার কথাও ভাবছেন তিনি।  

‘সলিউশন ব্যাংক’ নাটকের গল্পে দেখা যাবে, সব ধরনের সমস্যার সমাধান দেন জাহিদ হাসান। কারও চাকরি চলে গেলে, ফিরে পাওয়ার আশ্বাস দেন, পকেটে টাকা নেই, জাহিদ টাকার ব্যবস্থা করেন দেন। এভাবেই বিপদগ্রস্তদের পাশে থাকেন তিনি। এ কারণেই জাহিদ হাসানের নাম হয়ে যায় ‘সলিউশন ব্যাংক’।

সাব্বির চৌধুরীর গল্পে ‘সলিউশন ব্যাংক’-এর চিত্রনাট্য লিখেছেন তানিন রহমান। এতে আরও আছেন রিনা খান, আজাদ, সোহান, নাজমুল প্রমুখ। সোমবার(১৯ সেপ্টেম্বর)আরটিভির পর্দায় রাত ১১টায় প্রচার হবে ‘সলিউশন ব্যাংক’।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
জেএমএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।