ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এফডিসিতে সালমান শাহ উৎসব ২৯ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এফডিসিতে সালমান শাহ উৎসব ২৯ সেপ্টেম্বর

ক্ষণজন্মা নায়ক সালমান শাহ স্মরণে উৎসবের আয়োজন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর প্রয়াত এই তারকার ৪৫তম জন্মদিন।

এ উপলক্ষে ক’দিন পর (২৯ সেপ্টেম্বর) কালজয়ী নায়ক সালমানকে স্মরণ করবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা। ওইদিন এফডিসিতে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘সালমান শাহ উৎসব ২০১৬’।

সালমান শাহ স্মৃতি পরিষদ নায়কের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২০০৩ সাল থেকে কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এফডিসি চত্বর ও জসিম ফ্লোরে দেশের তারকা, পরিচালক, প্রযোজক, সাংবাদিক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে দিনব্যাপী ‘সালমান শাহ উৎসব ২০১৬’ অনুষ্ঠিত হবে। এতে সালমান স্মরণে নানা আয়োজনের মধ্যে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি অনুষ্ঠানে সালমান ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।