ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অমিতাভের ‘পিঙ্ক’, সৌরভের উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
অমিতাভের ‘পিঙ্ক’, সৌরভের উচ্ছ্বাস অমিতাভ বচ্চন ও সৌরভ গাঙ্গুলি

টি ২০ বিশ্বকাপে ইডেনে সৌরভ গাঙ্গুলির ডাকে এসেছিলেন অমিতাভ বচ্চন। জাতীয় সংগীত পরিবেশন করে বিগ বি মাত করেছিলেন ক্রিকেটবিশ্বকে।

কলকাতায় ছবির শুটিং করতে এলে বচ্চনের সঙ্গে দেখা করেন সৌরভ৷ এক কথায় দুই অঙ্গনের এই দুই তারকার সম্পর্কটা দারুণ। তাইতো অমিতাভের নতুন ছবি মুক্তির প্রথম দিনেই দেখেছেন সৌরভ।  

সুজিত সরকারের প্রযোজনায় অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এ সপ্তাহে বলিউডে মুক্তি পেয়েছে ‘পিঙ্ক’ ছবিটি৷ বিগ বি এখানে এক আইনজীবির ভূমিকায় অভিনয় করেছেন৷ নাম দীপক সেহগাল৷ অমিতাভ ছাড়াও দক্ষিণী অভিনেত্রী তাপসী পান্নু রয়েছেন৷ ইতিমধ্যেই ছবিটি দর্শকের মন জয় করে নিয়েছে৷ 

মুক্তির প্রথম দিনেই সিএবি প্রেসিডেন্ট ও বচ্চনের ভক্ত সৌরভ গিয়েছিলেন এই ছবি দেখতে৷তার সাম্প্রতিক টুইটার এমনটাই বলছে৷ বচ্চনের অভিনয় দেখে মুগ্ধ ‘দাদা’৷ ছবিটিকে ‘ফেবুলাস’ বলেছেন সৌরভ।  

এদিকে ‘পিঙ্ক’-এর প্রচারে গিয়ে নতুন একটি প্রশ্ন উত্থাপন করেছেন অমিতাভ বচ্চন। বিগ বির বক্তব্য, “তুমি কী ভার্জিন?’ ছেলেদের কখনও এ ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় না। এই প্রশ্নটা মেয়েদের যদি করা যায়, তাহলে ছেলেরাইবা বাদ যায় কেন?”

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।