ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফেরদৌসের ‘প্রেম রসিকা’ নিপুন (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
ফেরদৌসের ‘প্রেম রসিকা’ নিপুন (ভিডিও) ফেরদৌস ও নিপুন

বড়পর্দায় জুটি হিসেবে ফেরদৌস আর নিপুন অভিনয় করেছেন কয়েকটি ছবিতে। এবার অন্য পরিচয় পাওয়া গেলো তাদের।

প্রথমবারের মতো আইটেম নাম্বারে নেচেছেন নিপুন, সঙ্গে ফেরদৌস।  

যৌথ প্রযোজনার ছবি ‘ছেড়ে যাস না’ কলকাতায় ‍মুক্তি পাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। কলকাতার নায়িকার বিপরীতে আছেন ফেরদৌস। নিপুনের উপস্থিতি লালনের ‘প্রেম রসিকা’ নামের একটি গানে। সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে এটি।  

নিপুন বলেন, ‘ফেরদৌস ভাইয়ের কথায় গানটিতে নেচেছি। ঢাকায় শুটিং হয়েছিলো। নায়িকাদের পক্ষে আইটেম গানে নাচ করা একটু কষ্টকর। কারণ নায়িকার ইমেজ ভেঙে বিশেষ কিছু অভিব্যক্তি ফুটিয়ে তুলতে হয়। আমি চেষ্টা করেছি। দেখা যাক দর্শকরা কীভাবে গ্রহণ করেন। ’

‘ছেড়ে যাস না’ সম্পর্কে ফেরদৌস বলেন, ‘ছবিটি প্রেমের হলেও এখানে পারিবারিক অনেক জটিলতা তুলে ধরা হয়েছে। দর্শকরা পরিপূর্ণ বিনোদন পাবেন। ’

ফেরদৌস আরও জানান, কলকাতার পর বাংলাদেশে মুক্তি দেওয়া হবে ‘ছেড়ে যাস না’। দুর্গাপুজার আগেই এটি মুক্তি দেওয়া হতে পারে।  

* ‘প্রেম রসিকা’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।