ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউড কলিং, এক মাসের জন্য উড়াল দিচ্ছেন নিরব 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
বলিউড কলিং, এক মাসের জন্য উড়াল দিচ্ছেন নিরব  নিরব হোসাইন

বলিউডের ছবিতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। এটা পুরনো খবর।

নতুন তথ্য হচ্ছে, ‘বালা’ নামের ছবিটির দৃশ্যধারণ শুরু করতে ভারতে যাচ্ছেন নিরব। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেঙ্গালুরু পৌঁছুবেন তিনি।  

দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে নিরব বলেন, ‘ভালো কিছু ঘটতে যাচ্ছে আশা করি। মঙ্গলবার থেকে ছবির শুটিং শুরু হচ্ছে। কিন্তু আমি ক্যামেরার সামনে দাঁড়াবো তিন চারদিন পর। পরিচালক চাইছেন এই ক’দিন আমি শুটিং ইউনিটের সঙ্গে থেকে যেন মানিয়ে নিতে পারি। ’

বেঙ্গালুরুর পর তামিলনাড়ু, কেরালাসহ আরও কিছু স্থানে ছবিটির দৃশ্যধারণে অংশ নেবেন নিরব। সব মিলিয়ে একমাসের জন্য দেশ ছাড়ছেন নিরব।  

ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিরব হোসাইন। পরিচালনা করছেন ফয়সাল সাইফ। নিরবের বিপরীতে থাকছেন ভারতের নায়িকা কবিতা রাধেশ্যাম ও পাকিস্তানের মীরা খান।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।