ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম স্ত্রীর সন্তানের কাছে ছিলেন বৈরাগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
প্রথম স্ত্রীর সন্তানের কাছে ছিলেন বৈরাগী ফখরুল হাসান বৈরাগী, ছবি সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী রাজিয়া হাসানের সঙ্গে রাগারাগি করে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন অভিনেতা ফখরুল হাসান বৈরাগী। অবশেষে বেরিয়ে এলো প্রকৃত ঘটনা।

প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানের কাছে ছিলেন বৈরাগী।  

১৯ সেপ্টেম্বর পুলিশের কাছে বৈরাগী স্বীকার করেছেন যে তিনি আত্মগোপনে যাননি। দ্বিতীয় পক্ষের স্ত্রী রাজিয়া হাসানের সঙ্গে রাগারাগির জের ধরে ঘর ছেড়ে প্রথম স্ত্রীর সন্তানের বাসায় উঠেছিলেন।  

৪১ দিন ‘নিখোঁজ’ থাকার পর ১৯ সেপ্টেম্বর দুপুরে নিজে এসে কলাবাগান থানায় হাজির হন ফখরুল হাসান বৈরাগী। পরে পুলিশ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়।  

জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর রাজিয়া হাসানকে বিয়ে করেন ফখরুল হোসেন বৈরাগী। ২৯ বছরের সংসার জীবনে তাদের ঘরে আসে দুই সন্তান।  
 

ফিরলেন ফখরুল হাসান বৈরাগী

‘বৈরাগীকে ফিরে না পেলে আমি সব ফাঁস করে দেবো’
 

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬

এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।