ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মারিয়নের জন্য জোলির সঙ্গে পিটের প্রতারণা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
মারিয়নের জন্য জোলির সঙ্গে পিটের প্রতারণা? (বাঁ থেকে) অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট ও মারিয়ন কতিয়ার

সন্তানদের দেখভাল করার প্রক্রিয়া নিয়ে মতের অমিল হওয়ার কারণে হলিউডের হেভিওয়েট দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিয়ে বিচ্ছেদের পেছনে দায়ী করা হচ্ছে। তবে আসল কারণ নাকি অন্য।

 

শোনা যাচ্ছে, ফরাসি অভিনেত্রী মারিয়ন কতিয়ারের সঙ্গে পিটের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানতে পেরেই আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন জোলি। ‘অ্যালিড’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে কাছাকাছি এসেছেন পিট ও মারিয়ন। এরপর থেকেই ব্র্যাঞ্জেলিনার মধ্যে চলছে গন্ডগোল।

জানা গেছে, পিটের ওপর নজর রাখতে বেসরকারি গোয়েন্দাকে ভাড়া করেছিলেন জোলি। তিনি যা সন্দেহ করেছিলেন গোয়েন্দা একই তথ্য দিয়েছেন। তবে মারিয়নের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন। প্রেমিকের সঙ্গে প্রতারণা করার মতো মেয়ে তিনি নন।

রবার্ট জেমেকিস পরিচালিত ‘অ্যালিড’-এর ট্রেলার উন্মুক্ত হয়েছে জোলির বিচ্ছেদের আবেদন খবর প্রকাশিত হওয়ার দিন। ১৯৪২ সালের প্রেক্ষাপটে নির্মিত এ ছবির গল্প দুই পেশাদার গুপ্তঘাতককে ঘিরে। জার্মানির এক সরকারি কর্মকর্তাকে মেরে ফেলার মিশনে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়ে। আগামী ২৩ নভেম্বর ছবিটি মুক্তি দেবে প্যারামাউন্ট পিকচার্স।  

* ‘অ্যালিড’ ছবির ট্রেলার​ : 


* পিটের সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে জোলি

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।