ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মহিলা সমিতিতে ‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
মহিলা সমিতিতে ‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’ দৃশ্য : ‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’

বটতলার পঞ্চম প্রযোজনা ‘দ্য ট্রায়াল অফ মাল্লাম ইলিয়া’র ১৮টি প্রদর্শনী হয়েছে ঢাকা ও ঢাকার বাইরে। প্রথমবার নাটক সরণি বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির মঞ্চে এটি দেখা যাবে।

আগামী ২৩ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় রয়েছে এ নাটকের ১৯তম প্রদর্শনী।  

নাটকটির রচয়িতা মুহাম্মদ বেন আবদাল্লা, অনুবাদ করেছেন সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। একটি পরিকল্পিত বিপ্লবের মধ্য দিয়ে গল্প শুরু হয়। মালওয়াল নামের এক যুবকের নেতৃত্বে ক্ষমতার অন্যতম গ্রহ মাল্লাম ইলিয়ার বাড়িতে হানা দেয় নববিপ্লবীরা। বিনা রক্তপাতে এ বিপ্লব ঘটানো হবে এমন স্পষ্ট নির্দেশ থাকলেও জানা যায় ইলিয়ার স্ত্রী হালিমা খুন হয়েছেন। বিপ্লবীরা মাল্লামকে নিয়ে একটি গোপন স্থানে নিয়ে ট্রায়ালে দাঁড় করিয়ে দেয়। মাল্লাম মুহম্মদ ইলিয়া শুরু করে তার বয়ান।

নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পংকজ মজুমদার। এ ছাড়াও আছেন তৌফিক হাসান ভূঁইয়া, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, শেউতি শাহগুফতা, মিজানুর রহমান, আব্দুল কাদের, ইমরান খান মুন্না, হুমায়রা আক্তার, ইভান রিয়াজ, বাকিরুল ইসলাম, আব্দুর রহিম ও নাফিজ বিন্দু।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।