ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের অন্ধভক্তকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য ছবি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
শাকিবের অন্ধভক্তকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য ছবি  শাকিব খান, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ভক্ত অসংখ্য। তাদের মধ্যে আবু সাঈদ তুহিন অন্ধভক্ত।

ইন্টারনেট দুনিয়ায় কিং খানের নামে ফেসবুক পেজ পরিচালনাসহ নানা কর্মকান্ডে নিজেকে উজাড় করে রাখেন তিনি। ‘টিম শাকিব খান’-এর নেতৃত্ব তার কাঁধেই। সঙ্গে আছেন আরেক ভক্ত কবির হোসেন সাদ্দাম। প্রিয় নায়কের জন্য তারা এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন।  

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাদ্দাম বাংলানিউজকে জানান, তাদের দৃষ্টিতে শাকিবের সেরা ভক্ত আবু সাঈদ তুহিন। তাকে ঘিরেই একটি পরিকল্পনা সাজিয়েছেন তারা। এবার সেটি বাস্তবায়নে মাঠে নেমেছেন ভক্তরা। তুহিনকে উৎসর্গ করে তার জীবনের কিছু ঘটনা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি হতে যাচ্ছে। এর নাম রাখা হচ্ছে ‘তুহিন’। ছবিটির ট্যাগলাইন হচ্ছে ‘অ্যা ক্রেজি ফ্যান অব শাকিব খান’।  

সাদ্দাম আরও জানান, নিজের গল্পে এটি প্রযোজনা করবেন তিনি। পরিচালনায় সাজ্জাদ খান। ‘তুহিন’-এর দৈর্ঘ্য হবে ৪০ মিনিট। এতে ব্যবহার করা হবে একটি নতুন গানও। বাস্তবে তুহিন বয়সে তরুণ হলেও তার চরিত্রে নেওয়া হচ্ছে ১৬-১৭ বছরের কিশোরকে।  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি হবে ভক্তদের পক্ষ থেকে শাকিব খানের আগামী জন্মদিনের উপহার। আগামী বছরের   ২৮ মার্চ প্রিয় নায়কের উপস্থিতিতে এফডিসিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এর প্রিমিয়ার হবে। এটি মুক্তি দেওয়া হবে অনলাইনে। প্রচারের দায়িত্বে থাকবে ‘টিম শাকিব খান’। পরিবেশনার দায়িত্ব পালন করবে মাইক্রো ফিল্মস।   

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।