ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফেলে দেওয়া ভাঙা ও উচ্ছিষ্ট অংশ দিয়ে ভাস্কর্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
ফেলে দেওয়া ভাঙা ও উচ্ছিষ্ট অংশ দিয়ে ভাস্কর্য

সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার, স্ট্রেচার, লংট্রলি ও ক্রাচের মতো বিভিন্ন প্রকার গতিশীল উপকরণ তৈরি করা হয়। সেই ওয়ার্কশপে এসব উপকরণের ফেলে দেওয়া ভাঙা ও উচ্ছিষ্ট অংশ দিয়ে শিল্পী আরহামউল হক চৌধুরী তৈরি করেছেন বেশকিছু ভাস্কর্য।

এগুলো নিয়ে আয়োজন করা হয়েছে ‘কঠিন অনুভব’ শীর্ষক প্রদর্শনী।  

অালিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে-লা-ভেরান্দায় আগামী ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন পক্ষাঘাতগ্রস্ত তিনজন ব্যক্তি। তারাই এ আয়োজনের বিশেষ অতিথি। স্বাগত বক্তব্য প্রদান ও সভাপতিত্ব করবেন অালিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।

প্রদর্শনীতে থাকছে মোট ২৪টি ভাস্কর্য। সবই সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নির্মিত। এসব শিল্পকর্ম বিক্রি থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হবে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কল্যাণ তহবিলে।  

‘কঠিন অনুভব’ আরহামউল হক চৌধুরীর ১৩তম একক শিল্প প্রদর্শনী। এতে নির্বাচিত ভাস্কর্যগুলোর প্রতিটি ইস্পাত খণ্ড তীব্র মানসিক সন্নিধি বহণ করে যা এ সময়ের সমাজ ব্যবস্থাকে প্রকাশ করে কৌতুকপ্রদভাবে।  

২০০৫ সালে বেঙ্গল গ্যালারিতে আরহামউল হক চৌধুরীর ‘ভস্ম থেকে’ শিরোনামে একই ধরনের ভাস্কর্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নৃবিজ্ঞানে শিক্ষাপ্রাপ্ত এই শিল্পী আসবাবপত্র, বাংলা-ক্যালিগ্রাফি, প্রাকৃতিক-রঙ এবং বনসাইয়ের মতো বিভিন্ন মাধমে এককভাবে বৈচিত্রপূর্ণ প্রদর্শনী উপস্থাপনে অগ্রদূত। তিনি স্থাপত্যিক-নৃবিজ্ঞান পটভূমিতে শিকড় ধারণ করেন বলেই তার শিল্পকর্মে মানবিতার সম্পর্ক উপস্থাপিত হয়। ব্যক্তি স্বাতন্ত্র্য থেকে বের হয়ে অন্যদের নিয়ে চিন্তাভাবনায় অনুপ্রাণিত করাই তার নতুন প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

সিআরপি একটি বিস্তৃত কর্ম পরিধিতে নিয়োজিত দাতব্য সংগঠন যেখানে দরিদ্র পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা সেবার পাশাপাশি পুনর্বাসন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে। বিশ্বের এ অংশে ১৯৬৯ সাল থেকে পক্ষাঘাতগ্রস্তদের নিয়ে কাজে নিয়োজিত মিসভ্যালেরি টেইলরের ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রর (সি.আর.পি) সঙ্গে গত ১৬ বছর ধরে শিল্পী আরহাম একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন।  

অালিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে ‘কঠিন অনুভব’ প্রদর্শনীটি চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা। সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।