ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন কোনাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
বিয়ে করলেন কোনাল স্বামী মনজুর কাদের জিয়ার সঙ্গে কোনাল

জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন সংগীতশিল্পী কোনাল। বিয়ে করেছেন তিনি।

দীর্ঘদিনের বন্ধু ও সাংবাদিক মনজুর কাদের জিয়ার সঙ্গে মালা বদল হলো তার।  

বুধবার  (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুরে কোনালের একজন আত্মীয়ের বাড়িতে বিয়ের কাজ সম্পন্ন হয়। বিয়ের সময় দুই পরিবারের নিকটাত্মীয়েরা উপস্থিত ছিলেন।

কোনাল জানান, ছয় মাস ধরে পারিবারিকভাবে বিয়ের চাপ বাড়ছিলো। তার বাবা কুয়েতে থাকেন। তিনি ছুটিতে দেশে এসেছিলেন। খুব শিগগির আবার কর্মস্থলে চলে যাবেন। তাই তিনি চেয়েছিলেন, এ সময়ের মধ্যেই তার মেয়ের বিয়েটা হয়ে যাক। ছেলেপক্ষ তাকে দেখতে আসার পর দু’পক্ষের সম্মতিতে বিয়ের কাজটি শেষ হয়ে যায়।  

এদিকে মনজুর কাদের জিয়া জানান, তাড়াহুড়ো করতে গিয়ে সবাইকে জানানোর সুযোগ পাননি। আগামী বছরের শুরুতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানান জিয়া-কোনাল দম্পতি। তারা সবার দোয়াপ্রার্থী।  
 
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।