ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আত্মাহুতি দিবসে প্রীতিলতার নামে ওয়েবসাইট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
আত্মাহুতি দিবসে প্রীতিলতার নামে ওয়েবসাইট

প্রীতিলতা ওয়াদ্দেদার (১৯১১-১৯৩২) । প্রথম বাঙালি নারী শহীদ।

তিনি চিরস্মরণীয় একজন ব্যক্তিত্ব। ২৩ সেপ্টেম্বর এই বীরকন্যার আত্মাহুতির ৮৪ বছর পূর্ণ হচ্ছে। এদিন প্রীতিলতা স্মরণে চালু করা হচ্ছে একটি ওয়েবসাইট।

বীরকন্যার আত্মাহুতি দিবসে বিকেল সাড়ে ৪টায় ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের ব্যালকনি হলে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা এই উদ্যোগ নিয়েছেন। এখানে প্রীতিলতার নামে ওয়েবসাইট (www.banglarpritilata.com) উদ্বোধন করা হবে। পাশাপাশি থাকছে আলোচনাসভা।

আয়োজকরা জানান, ‘এ সময়েও কেনো প্রীতিলতা গুরুত্বপূর্ণ’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখবেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, নাট্যজন মমতাজউদ্দিন আহমদ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আয়শা খানম, মঞ্চকুসুম শিমূল ইউসুফ, কবি কাজী রোজী, সাংবাদিক শ্যামল দত্ত প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।