ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাদাম তুসোতে পিট-জোলির মোমের মূর্তিও এখন আলাদা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
মাদাম তুসোতে পিট-জোলির মোমের মূর্তিও এখন আলাদা মাদাম তুসো জাদুঘরে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের মূর্তি

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির আসন্ন বিবাহবিচ্ছেদের খবর তাদের অন্ধভক্তদেরকে হতবাক করে দিযেছে। একদল এখন হলিউডের 'সবচেয়ে নিখুঁত দম্পতি'র আলাদা হযে যাওয়া নিযে মাথা ঘামানোর চেষ্টা করছে।

আরেক দল তড়িঘড়ি নানান পদক্ষেপ নিচ্ছে।  

জনপ্রিয় মোমের জাদুঘর মাদাম তুসোও হলিউডের এই সোনালি জুটির মূর্তির মাঝে দূরত্ব তৈরি করে দিতে সময় নষ্ট করলো না। এটাকে জাদুঘর কর্তৃপক্ষ বলছে, একটার কাছ থেকে আরেকটির সম্মানজনক দূরত্ব।

মাদাম তুসোর টুইটার পেজে তাদের অনুসারীদের জানানো হয়েছে, ব্র্যাঞ্জেলিনা যেমন ভেঙে ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা হয়ে গেছে, তেমনি তাদের পৃথক দুটি মোমের মূর্তি একটার কাছ থেকে আরেকটি দূরে রাখা হয়েছে। দু'জনের মাঝে এখন 'টোয়াইলাইট' তারকা রবার্ট প্যাটিনসনের মোমের মূর্তি দাঁড়িয়ে আছে।  

গত ২১ সেপ্টেম্বর টুইটারে মাদাম তুসো বলেছে, 'বিশ্বজুড়ে তারকাদের খোঁজখবর রাখা সবাই যে খবরে বিস্মিত, তাদেরকে নিশ্চিত করছি- আমরা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মূর্তি দুটি আলাদা করে দিয়েছি। '

পিটের সঙ্গে বিয়ে বিচ্ছেদের জন্য আদালতে করা আবেদনে জোলি তাদের ছয় সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি চেয়েছেন। তবে ৫২ বছর বয়সী এই অভিনেতাকে সন্তানদের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ দেবেন তিনি। বাচ্চাদের লালন-পালনের জন্য পিটের প্রক্রিয়া নিয়ে ভীষণ হতাশ হয়ে পড়েছেন ৪১ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।