ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুবর্ণার ‘প্রিয় প্রতিবেশি’ সৌদ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
সুবর্ণার ‘প্রিয় প্রতিবেশি’ সৌদ! বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা

নিজের বাড়ির পাঁচতলায় তলার একটি ইউনিটে তার বাস। অন্যগুলো ভাড়া দেয়া।

তিনি আফসানা অনু, স্বামী মুনতাসির ব্যবসায়ী।  

পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া বায়েজিদ ও তার মা। ভাড়া নেওয়ার আগেই তিনি শুনেছেন যে, এই ফ্ল্যাটে ভাড়াটিয়ারা বেশিদিন টিকতে পারে না। কারণটা অজানা।  

কিছুদিনের মধ্যেই বায়েজিদ সেটি আঁচ করতে শুরু করেন। বাড়ির মালিক আফসানা অনুর অভ্যাস প্রতিবেশি তথা ভাড়াটিয়ার সব বিষয়ে নাক গলনো। এতে বিরক্ত হন ভাড়াটিয়ারা। এমনই একটি নাটকে অভিনয় করলেন তারকা দম্পতি বদরুল আনাম সৌদ ও সূবর্ণা মুস্তাফা। এর নাম ‘প্রিয় প্রতিবেশি’।  

নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার ও পরিচালনা করেছেন গোলাম মোকতাদির। আরও আছেন জাহিদ হাসান শোভন, ইভানা প্রমুখ।  

বানীচিত্র প্রযোজিত ‘প্রিয় প্রতিবেশি’ আরটিভিতে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে ‘ভালোবাসার প্রহর’ আয়োজনে।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।