ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘প্রীতিলতা আম‍াদের সাহসের জানালা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
‘প্রীতিলতা আম‍াদের সাহসের জানালা’ ছবি: বাংলানিউজ

‘২১ বছরের একজন নারীর সংগ্রামের বিষয়ে আমাদের জানতে হবে। প্রীতিলতার প্রেরণায় আমাদের অনুপ্রাণিত হতে হবে।

প্রীতিলতার গল্প এখনকার তরুণ প্রজন্ম তেমন জানে না। চলচ্চিত্রের মাধ্যমে প্রীতিলতার সংগ্রামী জীবন এই অন্ধকার সময়ে আলোকিত করবে। প্রীতিলতা আমাদের সাহসের জানালা। ’ 

প্রীতিলতা ওয়াদ্দেদারের (১৯১১-১৯৩২) আত্মাহুতি দিবসে এমন কথা বলেছেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট মানুষেরা।

এই আয়োজন শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। প্রথম বাঙালি নারী শহীদের স্মরণে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সোনারগাঁও হোটেলে প্রীতিলতার নামে ওয়েবসাইট খোলা হয়। এসময় অতিথিরা মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন।

২৩ সেপ্টেম্বর এই বীরকন্যার আত্মাহুতির ৮৪ বছর পূর্ণ হচ্ছে। এদিন প্রীতিলতা স্মরণে চালু করা হয় একটি ওয়েবসাইট। এরপর শুরু হয় আলোচনা সভা।  

‘প্রীতিলতা’ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা এই উদ্যোগ নিয়েছেন। অনুষ্ঠানে প্রীতিলতার নামে www.banglarpritilata.com ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। ‘এ সময়েও কেন প্রীতিলতা গুরুত্বপূর্ণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন- ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আয়শা খানম, কবি নাসির আহমেদ, কাজী রোজী, সাংবাদিক শ্যামল দত্ত প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসও/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।