ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হুমায়ূন আহমেদের ‘জুতার বাক্স’ আবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
হুমায়ূন আহমেদের ‘জুতার বাক্স’ আবার ‘জুতার বাক্স’ নাটকে হিমি ও অন্তু করিম

আট বছর আগে প্রয়াত কথাশিল্পী-নির্মাতা হুমায়ূন আহমেদ তার নিজের লেখা গল্প থেকে পরিচালনা করেন হাসির নাটক ‘জুতার বাক্স’। এতে অভিনয় করেন ফারুক আহমেদ, মাজনুন মিজান, শিমন, দিপালী।

 

চ্যানেল আইয়ের জন্মদিন উপলক্ষে ‘বাক্স’ নামে নতুনভাবে তৈরি হচ্ছে এটি।  পরিচালনা করছেন হুমায়ূন আহমেদের দীর্ঘদিনের সহকারী মোহাম্মদ ইব্রাহিম।  গত ২২ সেপ্টেম্বর থেকে গাজীপুরের নুহাশপল্লীতে এর দৃশ্যায়ন শুরু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) শেষ হবে এটি।  

এ নাটকে প্রধান পাত্রপাত্রী হিসেবে আছেন অন্তু করিম ও হিমি। এ ছাড়াও অভিনয় করেছেন মুনিরা মিঠু, ঝুনা চৌধুরী প্রমুখ। আগামী ১ অক্টোবর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে নতুন ‘বাক্স’।  

হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ‘চৌধুরী খালেকুজ্জামানের গুণের কোনো সীমা নাই’ নাটকে শাওনের পরিচালনায় অভিনয় করেছিলেন হিমি। তিনি বাংলানিউজকে বললেন, ‘হুমায়ূন স্যার বেঁচে থাকলে আরও ভালো লাগতো। শাওন আপুর পরিচালনায় দ্বিতীয়বারের মতো কাজ করছি। এসব অভিজ্ঞতা আগামীতে কাজে লাগবে। ’

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।