ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শায়লা সাবি এখন মিসেস আহমেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
শায়লা সাবি এখন মিসেস আহমেদ স্বামীর পাশে শায়লা সাবি

মডেল-অভিনেত্রী শায়লা সাবি তার ফেসবুক আইডির নাম বদলেছেন। তিনি এখন শায়লা আহমেদ।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) তিনি ফেসবুকে লিখেছেন, ‘অবশেষে আমি মিসেস আহমেদ। ’ সঙ্গে ছিলো তার বিয়ের ছবি।  

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে যোগাযোগ করলে শায়লা বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে ব্যবসায়ী সাব্বির আহমেদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে করেছেন তিনি। ঢাকার মিরপুরে একটি রেস্তোরাঁয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখানে শুধু দুই পরিবারের আত্মীয়-স্বজন আর ঘনিষ্ঠরা ছিলেন।  

শায়লা বললেন, ‘আমরা একে অপরকে পছন্দ করতাম। পরিবারকে জানানোর পর তাদের মতামত নিয়ে বিয়ে করেছি। সাব্বির ঢাকাতেই থাকে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ’

‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পান শায়লা সাবি। এরপর থেকে টিভি নাটক, টেলিছবি, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪) ছবির মাধ্যমে বড় পর্দায় শায়লা সাবির অভিষেক হয়। গত বছর মুক্তি পাওয়া আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’-এ অভিনয় করেছেন তিনি। এখন তার হাতে আছে তানিম রহমান অংশুর ‘আদি’ ছবিটি।

বাংলাদেশ সময় : ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।