ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার ঢাকার ছবিতে সুনিধির গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
আবার ঢাকার ছবিতে সুনিধির গান সুনিধি চৌহান, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই বছর পর ঢাকার চলচ্চিত্রে ফের গাইলেন বলিউডের অসংখ্য জনপ্রিয় গানের গায়িকা সুনিধি চৌহান। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’ নামের একটি ছবির জন্য তৈরি হয়েছে এটি।

 

প্রেমের গানটি একক কণ্ঠে গেয়েছেন সুনিধি। গত ১৪ সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের ওয়েস্ট আন্ধেরির ওয়াও অ্যান্ড ফ্লুটার স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। গানটির কথা লিখেছেন মুম্বাইয়ের রবি বাসনেত। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ূন।  

২০১৪ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ ছবিতে ‘বন্ধন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন সুনিধি। এর কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় আরফিন রুমি।  

বব স্টার ফিল্মস প্রযোজিত ‘বিজলী’তে অভিনয় করছেন ববি, আহমেদ রুবেল, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, কলকাতার অভিনেত্রী শতাব্দী রায়।  

* ‘তারকাঁটা’ ছবিতে সুনিধি চৌহানের গাওয়া ‘বন্ধন’ গানের অডিও : 

বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।