ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রবি চৌধুরীর সঙ্গে গাইলেন চমচমি দেওয়ান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
রবি চৌধুরীর সঙ্গে গাইলেন চমচমি দেওয়ান রবি চৌধুরী ও চমচমি দেওয়ান

চমচমি দেওয়ান রাঙামাটির জনপ্রিয় গায়িকা। শহুরে শ্রোতাদের সামনে তার গান আসে খুব কম।

‘ইত্যাদি’ সেই সুযোগটা করে দিচ্ছে। ম্যাগাজিন অনুষ্ঠানটিতে তিনি গেয়েছেন জনপ্রিয় গায়ক রবি চৌধুরীর সঙ্গে। তিনি চট্টগ্রামের শিল্পী।  

দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ বৈচিত্র আর রাঙামাটির চোখ জুড়ানো রঙ নিয়ে একটি বহুশ্রুত জনপ্রিয় গান আছে। রবি ও চমচমি গেয়েছেন সেটাই। পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত পর্যটন শিল্পের অপার সম্ভাবনার জেলা রাঙামাটিতে ‘ইত্যাদি’র এবারের পর্বের চিত্রায়ন হয়েছে। সেজন্যই সুযোগটি পেলেন চমচমি দেওয়ান। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় শিল্পীরা।

গত ১৮ সেপ্টেম্বর রাঙামাটি শহরের প্রাণকেন্দ্রে বিজিবি সেক্টর হেড কোয়ার্টারের অভ্যন্তরে লেক, সবুজ বনানী-পাহাড় আর অসাধারণ নৈসর্গিক দৃশ্য পরিবেষ্টিত সুউচ্চ হেলিপ্যাডে ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’। গানের পাশাপাশি রয়েছে রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার এবং রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত, দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন।  

নাচে অংশ নিয়েছেন স্থানীয় বিভিন্ন পাহাড়ি সম্প্রদায় ও বাঙালি প্রায় শতাধিক নৃত্যশিল্পী। এ ছাড়া আছে দর্শক পর্বে স্থানীয় ঐতিহ্যবাহী বিভিন্ন বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচিতি ও স্থানীয় গানের সুর শুনে সেই গান পরিবেশনের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।  

‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। তার প্রতিষ্ঠান থেকে জানানো হয়, এ পর্বে আরও আছে ফেসবুকের ভিন্নতর ব্যবহারের মাধ্যমে অসহায় মানুষকে সেবা দিতে এগিয়ে আসা সিরাজগঞ্জের যুবক মামুন বিশ্বাসের ওপর একটি প্রতিবেদন। বিদেশি প্রতিবেদন সাজানো হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ ও বন্যা প্রতিরোধ প্রকল্প নেদারল্যান্ডসের ডেল্টা ওয়ার্কসের ওপর।

নিয়মিত পর্ব হিসেবে রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। থাকছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস নাট্যাংশ। বিষয়গুলো হলো- নতুন ভাবনার প্রকাশক, বিয়ের দাওয়াতে প্রযুক্তি, আদব-কায়দার একাল-সেকাল, বিজ্ঞাপন বিরতির যন্ত্রণা, আবাসন ব্যবসার ভবিষ্যৎ রূপ, ফেসবুক বিশেষজ্ঞ চিকিৎসক, তিরস্কারকে পুরস্কার ভাবা। আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ‘ইত্যাদি’র নতুন পর্বটি।

বাংলাদেশ সময় : ০৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।