ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তারিক আনাম খানের স্ত্রী ও কন্যা ঈশানা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
তারিক আনাম খানের স্ত্রী ও কন্যা ঈশানা! ‘রাত্রির ছায়া’য় ঈশানা ও তারিক আনাম খান

একই নাটকে বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খানের স্ত্রী ও কন্যার ভূমিকায় অভিনয় করলেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ থেকে পরিচিতি পাওয়া ঈশানা। ‘রাত্রির ছায়া’য় তাকে দেখা যাবে এভাবে।

এবারই প্রথম একই নাটকে দুটি চরিত্রে কাজ করেছেন তিনি।  

তারিক আনাম খানের বিপরীতে অভিনয় প্রসঙ্গে ঈশানা বাংলানিউজকে বললেন, ‘প্রথমত বেশ ঘাবড়ে ছিলাম! তবে তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি, অনেক কিছু শিখেছি। শুটিংয়ে দুই দিন তিনি খুব অসুস্থ ছিলেন। জ্বর নিয়ে অভিনয় করেছেন। তবুও তার অভিনয়ে অসুস্থতার একটুও ছাপ পড়েনি। অবাক হয়েছি কাজের প্রতি আন্তরিকতা দেখে। এখান থেকে আমাদের নবীনদের শেখার আছে। ’

‘রাত্রির ছায়া’ লিখেছেন ও পরিচালনা করেছেন অনন্ত হিরা। এর কাজ করতে গত ২২ সেপ্টেম্বর ময়মনসিংহের সিলাভার ক্যাস্টল ব্রক্ষ্মপুত্র রিসোর্টে যায় ইউনিট। সেখানকার বিভিন্ন স্থানে টানা দুই দিন ধরে নাটকটির দৃশ্যায়ন হয়।  

ঈশানা বললেন, ‘প্রথম দিন তো রাত ২টা পর্যন্ত কাজ করেছি। একটি দৃশ্যে দেখানো হবে আমাকে কয়েকজন অপহরণ করে রাস্তায় ফেলে দিয়ে যায়। এজন্য আমাকে ভেজা রাস্তায় কাঁদার মধ্যে শুয়ে থাকতে হয়েছিলো। তখন ভেজা পোশাকেই আবার পরের দৃশ্যের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে হলো। তবে কাজটি করতে পেরে একজন অভিনেত্রী হিসেবে আমি সন্তুষ্ট। এমন গল্পের জন্য সত্যিকার অর্থে আমরা অভিনয়শিল্পীরা মুখিয়ে থাকি। ’

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।