ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চিরকুটের ‘না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
চিরকুটের ‘না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়’ চিরকুট ব্যান্ডের সদস্যরা

কারাগারে যারা থাকে তারা নিজেদেরকে একটি দুনিয়া আর বাইরের মানুষকে আরেকটি দুনিয়া বলে থাকেন। দুই দুনিয়ার মানুষের জীবনের টানাপোড়েনের কথা উল্লেখ করে নতুন একটি গান বেঁধেছে জনপ্রিয় ব্যান্ড চিরকুট।

 

‘না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়’ শিরোনামের গানটি তৈরি হয়েছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবির জন্য। এর কথা লিখেছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি। এরই মধ্যে অনলাইনে মুক্তি পেয়েছে এটি।  

নতুন গান প্রসঙ্গে চিরকুটের শিল্পীরা বললেন, ‘এরকম একটি চ্যালেঞ্জিং গানে কাজ করে আমরা আনন্দিত। কাজ করার সময় চ্যালেঞ্জের চেয়ে বেশি মজা পেয়েছি আমরা। গানের থিম অসাধারণ। ’

পরিচালক বললেন, ‘চিরকুটকে ধন্যবাদ ভালোবাসা ও সহযোগিতা দিয়ে গানটা তৈরি করে দেওয়ার জন্য। ঠিক যেভাবে চেয়েছিলাম তারা সেভাবেই তৈরি করেছেন। ’

গানটি রবির গ্রাহকদেরকে গুনগুন হিসেবে সেট করতে চাইলে ‘Get ৫৩৪৩৯১৭’ লিখে এসএমএস করতে হবে ৮৪৬৬ নম্বরে। ‘আয়নাবাজি’ মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, ইফফাত তৃষা প্রমুখ।

* ‘না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।