ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘লাইফ ইন এ মেট্রো’ ১০০

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
‘লাইফ ইন এ মেট্রো’ ১০০ দৃশ্য : ‘লাইফ ইন এ মেট্রো’

আধুনিক ঢাকার বেশকিছু তরুণ-তরুণীর গল্প নিয়ে নির্মিত ‘লাইফ ইন এ মেট্রো’র ৯৯টি পর্ব প্রচারিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে এটিএন বাংলায় দেখানো হবে এর শততম পর্ব।

 

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জারিফ, শার্লিন, আরিশা, এ্যানা, শামা, নীল, সৌমিক, প্রীত,রাইসা, লাবণ্য ,তুর্য এবং সারাহ ভিন্ন সমাজিক ও অর্থনৈতিক পরিবেশে বেড়ে উঠেছে। এই তরুণদের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, বিরহ, দ্বন্দ্ব, বিশ্বাস-অবিশ্বাস ও বন্ধুত্ব নিয়েই সাজানো হয়েছে ধারাবাহিকটি।  

নাটকটিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, মারজুক রাসেল, নিরব, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। ‘লাইফ ইন এ মেট্রো’ লিখেছেন শফিকুর রহমান শান্তুনু, পরিচালনা করেছেন বি ইউ শুভ।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।