ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ধোনির স্ত্রীর বিয়ের পোশাকের মতো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ধোনির স্ত্রীর বিয়ের পোশাকের মতো (বাঁ থেকে) কিয়ারা আদভানি ও সাক্ষী ধোনি

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে নির্মিত ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবিগুলোর মধ্যে অন্যতম। এতে ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত।

 

ধোনির স্ত্রী সাক্ষীর ভূমিকায় দেখা যাবে কিয়ারা আদভানিকে। মজার ব্যাপার হলো, বিয়েতে সাক্ষী যেরকম পোশাকে সেজেছিলেন, ছবিটির জন্য তেমন একটি পোশাক তৈরি করিয়েছেন কিয়ারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও সাক্ষীর জোড়া লাগানো ছবি শেয়ার করে এ খবর জানিয়েছেন তিনি।  

ছবিটিতে কিয়ারা বিয়ের দৃশ্যের জন্য যে লেহেঙ্গা পরেছেন তা সাক্ষীর বিয়ের পোশাকের খুব কাছাকাছি। সেলুলয়েডে ধোনির জীবন নিখুঁতভাবে তুলে ধরার ক্ষেত্রে পরিচালক নীরাজ পান্ডে প্রতিটি বিষয়ে গভীর মনোযোগ ধরে রেখেছেন। বিয়ের পোশাকটি দেখেই সেটা বোঝা যাচ্ছে।  

আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্বের ৬০টি দেশের সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি দেবে ফক্স স্টার স্টুডিওস। ভারতের আর কোনো ছবি একই দিনে এতো দেশে মুক্তি পায়নি। এতে আরও অভিনয় করেছেন দিশা পাতানি, অনুপম খের, ভূমিকা চাওলা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।