ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুভশ্রী আবার ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
শুভশ্রী আবার ঢাকায় শুভশ্রী

দুই বছর পর আবার ঢাকায় এলেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। নিজের অভিনীত ‘প্রেম কি বুঝিনি’ ছবির প্রচারণার লক্ষ্যে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি এসে পৌঁছান।

সঙ্গে আছেন ওপারের চিত্রনায়ক ওম। তারা উঠেছেন হোটেল ওয়েস্টিনে।  

সোমবার বিকেলে ঢাকার মগবাজারে জাজ মাল্টিমিডিয়ার কার্যালয়ে শুভশ্রী বাংলানিউজের সঙ্গে আড্ডা দিয়েছেন। তিনি জানান, ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবির কাজে ঢাকায় এসেছিলেন। শিগগিরই যৌথ প্রযোজনায় নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ২৫ বছর বয়সী এই তারকা।  

শুভশ্রী বলেন, ‘গতবার ঢাকায় এসে অনেক মিষ্টি খেয়েছি। এবারও খাবো। যাওয়ার সময় সঙ্গে করে রসগোল্লা নিয়েও যাবো। ’ যোগ করে তিনি বলেছেন, ‘এ দেশে গুণী গুণী মানুষ আছেন। এখানে ভালো ভালো ছবি তৈরি হয়। সময় পেলে এগুলো দেখবো। ’ 

সুদীপ্ত সরকার পরিচালিত ‘প্রেম কি বুঝিনি’  সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। কলকাতার এসকে মুভিজ প্রযোজিত ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়া।  

শুভশ্রী জানালেন, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি ও ওম। তবে ওম আগামী ৭ অক্টোবর ‘প্রেম কি বুঝিনি’ মুক্তির দিন আবার আসবেন এখানে। তখন ‘পাষাণ’ ছবির কাজও করবেন।  

* ‘প্রেম কি বুঝিনি’ ছবির ট্রেলার : 

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।