ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পিটের মোবাইল নম্বর ব্লক করেছেন জোলি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
পিটের মোবাইল নম্বর ব্লক করেছেন জোলি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি

আদালতে বিয়েবিচ্ছেদের আবেদন করার পর থেকে হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ইউএস ম্যাগাজিনকে একটি সূত্র জানিয়েছে, নিজের মোবাইলে স্বামীর সব নম্বর ও ইনকামিং টেক্সট মেসেজ ব্লক করে দিয়েছেন জোলি।

ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, অ্যাঞ্জেলিনার বিয়েবিচ্ছেদের সিদ্ধান্তে পুরোপুরি ভেঙে পড়েছেন ব্র্যাড। তাদের একটি সূত্র জানায়, খবরটি শোনার পর পিট একা একা অনেক কেঁদেছেন। তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি স্ত্রী এমন সিদ্ধান্ত নেবেন। অতীতে তাকে বিয়েবিচ্ছেদের হুমকি দিয়েছিলেন জোলি। কিন্তু ৫২ বছর বয়সী এই অভিনেতা ভাবতে পারেননি সত্যিই এমন ঘটবে।

বলা যায় পিট এখন পুরোপুরি বিচলিত। মানসিকভাবে ভেঙে চুর্ণবিচুর্ণ হয়ে আছেন তিনি। তবে ছয় সন্তানের জন্য যা সহায়ক ও যতোটা সম্ভব মঙ্গল হবে সেদিকে মনোযোগ ধরে রাখার চেষ্টা করছেন।

গত ১৯ সেপ্টেম্বর মতের অমিল হওয়ার কারণ দেখিয়ে বিয়েবিচ্ছেদের আবেদন করেন জোলি। তিনি একাই ছয় সন্তানের তত্ত্বাবধান করার অনুমতি চেয়েছেন আদালতের কাছে। তার সন্তানরা হলেন ম্যাডক্স (১৫ বছর), প্যাক্স (১২), জাহারা (১১), শিলো (১০) ও যমজ সন্তান নক্স ও ভিভিয়েন (৮ বছর)। তাদের মধ্যে জ্যেষ্ঠ তিন সন্তান দত্তক।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।