ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নভেম্বর শেষ হচ্ছে ‘বাহুবলী টু’র চিত্রায়ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
নভেম্বর শেষ হচ্ছে ‘বাহুবলী টু’র চিত্রায়ন ‘বাহুবলী’র দৃশ্যে প্রভাস

‘বাহুবলী টু’ ছবির কলাকুশলীদেরকে লম্বা সময় ধরে কাজ করতে হচ্ছে। ভারতের হায়দরাবাদে শেষ ধাপের চিত্রায়ন সম্পন্ন করতে সবাই এখন মগ্ন।

এখন ক্লাইমেক্স দৃশ্যের কাজ হচ্ছে। এসএস রাজামৌলির পরিচালনায় পুরো চিত্রায়ন শেষ হবে এ বছরের নভেম্বরে।

২০১৭ সালের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবিগুলোর মধ্যে এটি অন্যতম। ‘বাহুবলী’র মতো এর দ্বিতীয় কিস্তিতেও থাকছে কিছু বিষ্ময়কর যুদ্ধের দৃশ্য। প্রথম ছবির চেয়ে আরও রুদ্ধশ্বাস এসব দৃশ্য দেখলে দর্শকদের কাছে স্বপ্নময় মনে হবে বলে শোনা যাচ্ছে।  

‘বাহুবলী’র ট্রেলার মুক্তির পরপরই সোরগোল পড়ে গিয়েছিলো। প্রেক্ষাগৃহে আসার পর তো এটি দুনিয়া কাঁপিয়েছে! আগামী ২৩ অক্টোবর ছবিটির অভিনেতা প্রভাসের জন্মদিনে নতুন পর্বের ট্রেলার ছাড়ার পরিকল্পনা আছে নির্মাতাদের। এতে আরও অভিনয় করেছেন রান্না দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শেঠি।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।