ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাপ্পার আরেকটি গানের ভিডিওতে প্রসূন (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বাপ্পার আরেকটি গানের ভিডিওতে প্রসূন (ভিডিও) বাপ্পা মজুমদার ও প্রসূন আজাদ

সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের গাওয়া ‘জানালার গ্লাস’ গানের ভিডিওতে সম্প্রতি মডেল হন অভিনেত্রী প্রসূন আজাদ। এটি বেশ প্রশংসিত হয়।

এবার বাপ্পার ‘একটা ছায়া’ গানের ভিডিওতে তার সঙ্গে মডেল হলেন এই ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী।

গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশিত হয় মিউজিক ভিডিওটি। মাস মাসুমের কথায় এর সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা। তার ‘বোকাঘুড়ি’ অ্যালবামের ‘জানালার গ্লাস’ গানটির পর ‘একটা ছায়া’র মিউজিক ভিডিও তৈরি হলো।

‘জানালার গ্লাস’ গানের ভিডিওতে বাপ্পাকে দেখা গেছে একজন অভিনেতা হিসেবে। তবে ‘একটা ছায়া’য় তিনি সংগীতশিল্পী হিসেবেই আছেন। আর প্রসূনের উপস্থিতি ঝলমলে তরুণীর চরিত্রে। এটি নির্মাণ করেছেন ইশতিয়াক এইচ পাবলু।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুক লাইভের মাধ্যমে এটি দেখার অনুরোধ জানান প্রসূন। তিনি বলেন, “দর্শক আপনাদেরকে জানানো হয়নি ‘একটা ছায়া’ গানের ভিডিওটি সম্পর্কে। জানানোর জন্যই আমার লাইভে আসা। দ্বিতীয়বারের মতো বাপ্পাদা’র সঙ্গে কাজ করলাম। ‘জানালার গ্লাস’ দেখে আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করেছেন তা নিয়েই এ ভিডিওতে কাজ করেছি। ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো। ’

* ‘একটা ছায়া’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।