ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কারজয়ী পাকিস্তানি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ঢাকায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
অস্কারজয়ী পাকিস্তানি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ঢাকায়

প্রতি বছর পাকিস্তানে এক হাজারের বেশি নারীকে পরিবারের সম্মান বাঁচাতে তাদের পরিবার মেরে ফেলে। এমনি এক ঘটনায় প্রেমের কারণে ১৮ বছরের কিশোরী সাবাকে তার বাবা ও চাচা মেরে নদীতে ফেলে দেন।

কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় সাবা।

এই মেয়েটির জীবনের গল্প নিয়ে নির্মিত ‘এ গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অব ফরগিভনেস’ (২০১৫) এ বছরের অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র হয়েছে। ৩৯ মিনিট ব্যাপ্তির ছবিটি পরিচালনা করেছেন শারমিন ওবায়েদ চিনয়। বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের আয়োজনে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে (নিচতলা) বিকেল সাড়ে ৫টায় এর প্রদর্শনী হবে।

বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের সভাপতি আনোয়ার চৌধুরী জানান, নারীর সংগ্রাম বিষয়ে পাকিস্তানি ছবিটির পাশাপাশি থাকছে সাম্প্রতিক সময়ে আলোচিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘বিষকাঁটা’ ও ‘অশ্বারোহী তাসমিনা’। প্রদর্শনী শেষে এগুলোর নানাদিক নিয়ে অনুষ্ঠিত হবে মুক্ত আলোচনা।

ফারজানা ববি পরিচালিত ‘বিষকাঁটা’র (২০১৪) ব্যাপ্তি ৪০ মিনিট। এতে রয়েছে তিনজন বীরাঙ্গনার গল্প। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে ঠিকই, কিন্তু যুদ্ধে সহিংসতার শিকার বীরাঙ্গনা নারীদের জীবন যুদ্ধ শেষ হয়নি। তাদের এ যুদ্ধ আত্মসম্মানের, ইজ্জতের ও সামাজিক মর্যাদার।

ফরিদুর রহমানের ‘অশ্বারোহী তাসমিনা’র (২০১৫) ব্যাপ্তি ১৮ মিনিট। এর গল্পে দেখা যায়, ১১ বছরের বালিকা তাসমিনা ঘোড়াওয়ালি নামেই পরিচিত। যেখানে মেয়েদেরকে মাঠে খেলাধুলা করতে দিতে সমাজ আপত্তি করে, সেখানে তাসমিনা তার চেয়ে বেশি বয়সের পুরুষ প্রতিযোগীদের পেছনে ফেলে ঘোড়াদৌড়ে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে। দর্শকের অভিনন্দন পেলেও পুরস্কার আর নগদ অর্থ নিয়ে যান ঘোড়ার মালিক।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।