ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আঠারোয় জয়ধ্বনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আঠারোয় জয়ধ্বনি

পথচলার ১৭ বছর পেরিয়ে আগামী ১ অক্টোবর ১৮ বছরে পদার্পণ করছে চ্যানেল আই। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

ওইদিন সকাল সাড়ে ১০টায় ঢাকার তেজগাঁওস্থ চ্যানেল ভবন প্রাঙ্গণে বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে। এর আগে ৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা।

এ উৎসবের স্লোগান ‘আঠারোয় জয়ধ্বনি’। থাকছে দিনব্যাপী মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। ঢাকার বাইরে দেশের জেলায় জেলায় তিন থেকে ১০ দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

১ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী চ্যানেল আই চেতনা চত্বর থেকে সরাসরি সম্প্রচার করা হবে উৎসব উদ্যাপনের নানা আয়োজন নিয়ে অনুষ্ঠান ‘১৮ বছরে চ্যানেল আই আঠারোয় জয়ধ্বনি’। প্রযোজনায় আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

রাত ৭টা ৫০ মিনিটে থাকছে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নাটক ‘বাক্স’। অভিনয়ে অন্তু করিম, হিমি, ঝুনা চৌধুরী, মনিরা মিঠু, মিন্টু সরদার, ডাঃ আজাদ, সাইফুল ইসলাম বুলবুল, স্বপন, মান্নান ভূঁইয়া প্রমুখ। পরিচালনায় মোহাম্মদ ইব্রাহিম।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘পৃথিবীর ছয়টি মহাদেশের বাংলা ভাষাভাষী মানুষজন যুক্ত হয়েছেন চ্যানেল আইয়ের লালসবুজ রঙে। যুক্ত হয়েছেন হৃদয়ে বাংলাদেশ চেতনায়। ’

পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘একটি টেলিভিশন হতে পারে সমাজের অনেক ভালো ও শুভ ঘটনার নেপথ্য শক্তি। টেলিভিশন মানুষকে আরও সক্রিয় করতে পারে দেশের পথে। এই বিশ্বাস থেকে পথচলার সতের বছরে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমুখী কার্যক্রমে চ্যানেল আই আরও প্রসারিত করেছে কর্মপরিধি। ’

চ্যানেল আইয়ের আঠারো বছরে পদার্পণ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।