ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২৫ নভেম্বর ‘হঠাৎ দেখা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
২৫ নভেম্বর ‘হঠাৎ দেখা’ ‘হঠাৎ দেখা’র দৃশ্যে দ্বীপ ভট্টাচার্য ও জান্নাতুল সুমাইয়া হিমি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কবিতা অবলম্বনে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘হঠাৎ দেখা’ ছবিটি একসঙ্গে দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ নভেম্বর। এটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও কলকাতার রেশমি পিকচার্স।

‘হঠাৎ দেখা’ পরিচালনা করছেন রেশমি মিত্র। এরই মধ্যে অনলাইনে প্রকাশিত হয়েছে এর ট্রেলার। এ ছবিতে মানসী চরিত্রে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির বর্ষীয়ান অভিনেত্রী দেবশ্রী রায়। কিশোরী মানসীর ভূমিকায় দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমিকে। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার।

‘মডেল হান্ট ২০১৪’ প্রতিযোগিতার বিজয় মুকুট জেতার পর ছোটপর্দায় বেশকিছু কাজ করেছেন হিমি। এবার কবিগুরুর কবিতার নায়িকা হয়ে চলচ্চিত্রে আসছেন বলে তার উচ্ছ্বাসের শেষ নেই। বাংলানিউজকে শনিবার (১ অক্টোবর) তিনি বললেন, ‘চ্যানেল আইয়ের ধারাবাহিক নাটক ‘মোহর আলী’তে আমার অভিনয় দেখে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড থেকে ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। সেলুলয়েডে রবীন্দ্রনাথ ঠাকুরেরর কবিতার নায়িকা হবো ভাবতে পারিনি। ’

রবীন্দ্র নায়িকা বলে একটু বেশিই প্রস্তুতি নিয়েছিলেন হিমি। তিনি বলেছেন, ‘হঠাৎ দেখা কবিতাটা এতোবার পড়েছি যে এখন ঠোটস্থ হয়ে গেছে। বারবার কবিতাটি পড়ে চরিত্রটি নিজের মধ্যে ধারণ করেছি। শুটিংয়ের আগে রেশমিদি (রেশমি মিত্র) গ্রুমিং করিয়েছেন, এতে অনেক উপকার হয়েছে৷ পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি নিয়ে নির্মিত কয়েকটি ছবিও দেখেছি। তবু শুটিংয়ের আগে খুব ভয় হচ্ছিলো। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চরিত্র, তাই একটু স্নায়ুচাপে ছিলাম। সাধ্যমতো চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ’

রক্ষণশীল সমাজে বেড়ে ওঠা এক কিশোরীর জীবনের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘হঠাৎ দেখা’। সে কখনও কোনো ছেলের সামনে যাওয়ার অনুমতি পেতো না। হঠাৎ গৃহশিক্ষক অমিতের প্রেমে পড়ে মেয়েটি। কিন্তু মাঝপথে তাদের প্রেমে বিচ্ছেদ ঘটে। বহু বছর পর হঠাৎ একদিন দেখা হয় তাদের।

ছবিটির কাজ করতে প্রথমবার কলকাতায় গিয়েছিলেন হিমি। টানা ১৫ দিন সেখানে শুটিং করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে ছবিটিতে অমিত চরিত্রে অভিনয় করেছেন কলকাতার দ্বীপ ভট্টাচার্য। অমিতের বড়বেলার চরিত্রে আছেন  ইলিয়াস কাঞ্চন।

দেবশ্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে হিমি বলেন, ‘দেবশ্রী ম্যামের সঙ্গে আমার দেখা হয়েছিলো চট্টগ্রামে। সেখানে দুই দিন আমরা শুটিং করেছিলাম। তখনই সুযোগ হয়েছিলো তার সান্নিধ্য পাওয়ার। এতোটা হাস্যেজ্জ্বল মানুষ কখনও দেখিনি। তিনি যেন এখনও কিশোরী! এজন্য তার সঙ্গে অনায়াসে মিশতে পেরেছি। তিনি আমাকে বলেছেন, ‘আমার কৈশোর সময়ের চেহারার সঙ্গে তোমার অনেক মিল আছে। ’ তার কাছ থেকে অভিনয়ের অনেক খুঁটিনাটি উপদেশ পেয়েছি। ভবিষ্যতে এগুলো কাজে লাগাতে পারবো। ’

* ‘হঠাৎ দেখা’ ছবির ট্রেলার দেখতে ক্লিক করুন :

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।