ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ওড়িষ্যার আলোচিত ঘটনা নিয়ে স্বল্পদৈর্ঘ্য ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
ওড়িষ্যার আলোচিত ঘটনা নিয়ে স্বল্পদৈর্ঘ্য ছবি

স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১৬ কিলোমিটার হেঁটে ওড়িষ্যার কালাহান্ডির আদিবাসী সম্প্রদায়ের মানুষ দানা মাঝি হতবাক করে দেন গোটা বিশ্বকে। এই আলোচিত ঘটনা নিয়ে বাংলাদেশে তৈরি হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘দানা মাঝি’ নামের ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন বাবুল হৃদয়। তিনি বললেন, ২৫ আগস্ট ওড়িষ্যার এই ঘটনা বিশ্ব গণমাধ্যমে ফলাও করে প্রকাশিথ হয়। খবরটি আমাকে কিছু করার তাগিদ দিয়েছে। সত্য ঘটনার ছবিটি দর্শক দেখলে আমি সার্থক হবো। এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনা করছি। ’

ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তারেক ইসলাম। তিনি বলেন, মরার পরেও স্ত্রীর প্রতি স্বামীর যে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা এবং টান এটা গরিব দানা মাঝির চরিত্রের মাধ্যমে উঠে এসেছে। আশা করি, বিশ্ব বিবেককে নাড়া দেবে এই ছবি।

‘দানা মাঝি’তে আরও অভিনয় করেছেন লাকি আক্তার, ফাহমিদা ফ্লোরা, শেখ লিমন, লতিফুর রহমান, নাজমুল, সুমন চৌধুরী, জাহাঙ্গীর, নবী, রুবেল. রত্না, হাফিজ উদ্দীন নবীনসহ অনেকে। সম্প্রতি গাজীপুরে এর চিত্রায়ন হয়েছে। ছবিটি এখন রয়েছে সম্পদানার টেবিলে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।