ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানের সঙ্গে আবার অভিনয়ে আপত্তি নেই ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
সালমানের সঙ্গে আবার অভিনয়ে আপত্তি নেই ঐশ্বরিয়ার ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন

রূপালি পর্দায় সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে আবার দেখার কল্পনাই শুধু করা যায়, আদতে এটা প্রায় অসম্ভব ব্যাপার। তবে ভারতের একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বসুন্দরী অ্যাশ জানিয়েছেন, সল্লুর সঙ্গে ফের কাজ করতে তার আপত্তি নেই।

তবে একটা শর্ত আছে ঐশ্বরিয়ার। চিত্রনাট্য আর পরিচালক হতে হবে অসাধারণ। তিনি চাইলে কী হবে? কথিত আছে, ‘বজরঙ্গি ভাইজান’ আর প্রাক্তন প্রেমিকার সঙ্গে অভিনয় করতে ইচ্ছুক নন।

এদিকে ভক্তদের আশা, সালমানের সঞ্চালনায় ‘বিগ বস’-এ নিজের অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারণা করতে আসবেন ঐশ্বরিয়া। এর মাধ্যমে ‘হাম দিল দে চুকে সনম’ (১৯৯৯) ছবির এই জুটিকে আবার একসঙ্গে দেখা যেতে পারে। কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চান না বলে সেই সুযোগ রাখছেন না সল্লু।  

পরিচালক করণ জোহরকে সালমান জানিয়ে দিয়েছেন, তার অনুষ্ঠানে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রচারণা করতে হলে আসতে হবে একা। ঐশ্বরিয়া তো বটেই, ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘদিন প্রেম করায় রণবীর কাপুরও নিষিদ্ধ সালমানের ঘরে। এ ছবির আরেক নায়ক ফাওয়াদ খান জুলাই থেকেই মুম্বাইয়ে নেই। উরি আক্রমণের কারণে সৃষ্ট অরাজকতার মধ্যে তার সহসা ভারতে আসার সম্ভাবনা নেই।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।