ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

২১ বছরে ‘সরগম’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
২১ বছরে ‘সরগম’ ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের একমাত্র সংগীত বিষয়ক পত্রিকা মাসিক ‘সরগম’ ২০ বছর পার করে ২১ বছরে পদার্পণ করলো।

শনিবার (০১ অক্টোবর) পত্রিকাটি ২১ বছরে পা দিলো।

এ উপলক্ষে ওইদিন বিকেল ৫টায় প্রিয় প্রাঙ্গণ, ৩ সেগুনবাগিচা আখতার ইমাম অডিটোরিয়ামে এক আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সরগমের ঐতিহ্য অনুযায়ী ঠিক ৫টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও শিল্পী সালমা আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ ধরনের একটি পত্রিকা ২০ বছর পার করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। দুঃখজনক হলেও সত্যি শুধুমাত্র বাংলাদেশ বলেই সরকারি কিংবা বেসরকারি কোনো মহল থেকেই আজ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সহযোগিতা আমরা পাইনি।

বিশিষ্ট গীতিকার শহিদুল্লাহ ফরায়জী বলেন, গানের মাধ্যমে সমাজ মানবিক হয়, আলোকিত হয় সৌহার্দময় হয়।

তিনি সবাইকে গানের সঙ্গে সুরের সঙ্গে এবং সরগম-এর সঙ্গে থাকার আহ্বান করেন।

প্রবীণ ও বরেণ্য গীতিকার কে. জি. মোস্তফা বলেন, রওনাক ২০ বছর ধরে এ দেশের সংগীত জগতে যে অবদান রাখছে তার বিনিময়ে আমরা তার প্রতি সঠিক প্রতিদানটি দিতে পারছি না। সরগম এখন বাংলাদেশের আনাচে-কানাচে চলছে এবং প্রত্যন্ত অঞ্চলে শিল্পী ও গুণীদের আমাদের কাছে উপস্থাপন করছে।

এরপরই উপস্থিত শিল্পী ও সরগম সাংস্কৃতিক দলের সদস্যরা মিলে জন্মদিনের কেক কাটে। তারপর শুরু হয় সমবেত কণ্ঠে সরগম সাংস্কৃতিক দলের শিল্পীদের পরিবেশনা ‘আনন্দলোকে মঙ্গলালোকে’।

এরপর একে একে শিল্পীরা ‘সরগম’কে শুভেচ্ছা জানিয়ে সংগীত পরিবেশন করেন। শুরুতেই চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন পুষ্পিতা পরিবেশন করেন ‘নিশি ভোর হলো জাগি পরাণ প্রিয়া ও সময় গেলে সাধন হবে না’, এরপর মঞ্চে আসেন, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ফাহিম হোসেন চৌধুরী। তিনি পর পর তিনটি সংগীত পরিবেশন করেন।

চ্যানেল আই সিম্পনি সেরা নবীন শিল্পী ঐশি পরিবেশন করেন, আমি অপার হয়ে বসে আছি ও বেগম আক্তারের জনপ্রিয় ঠুমরি জোসনা করেছে আড়ি। এছাড়াও সংগীত পরিবেশন করেন অর্পণা খান, বাবু রহমান, সাবিনা লাকি, মুনতারিন মহল, করিম হাসান খান, স্বপন কুমার দাস, কামাল আহমেদ, লাকী, মোসলেমা মির্জা, জাহিদ হোসেন, উষা, আশুতোষ ভক্ত, রাজিয়া মুন্নী, স্বপন দাস, বদরুনন্নেছা ডালিয়া, আবদুর রশিদ ও সুমি আক্তার। প্রায় সাড়ে তিন ঘণ্টার সংগীত পূর্ব উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।