ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজ্জাকের অনুপস্থিতিতে উদ্বোধক কবরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
রাজ্জাকের অনুপস্থিতিতে উদ্বোধক কবরী কবরী, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘দেশীয় পর্দায় এশীয় চলচ্চিত্র’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শুরু হলো দুই দিনের এশীয় চলচ্চিত্র উৎসব। এশিয়ার সাত দেশের সাতটি চলচ্চিত্র দেখানো হবে এতে।

এ আয়োজনের উদ্বোধন করার কথা ছিলো নায়করাজ রাজ্জাকের। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি আসতে পারেননি। তার পরিবর্তে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ‘মিষ্টি মেয়ে’ কবরীই উদ্বোধন করলেন এশীয় চলচ্চিত্র উৎসব।

সোমবার (০৩ অক্টোবর) বেলা পৌনে ১২টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করেন কবরী। এ সময় মঞ্চে ছিলেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি মোস্তফা সরয়ার ফারুকী ও চিত্রনায়ক ফেরদৌস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন মফিজুর রহমান।

বাংলাদেশসহ এশিয়া মহাদেশের চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, হংকং, ইরান ও জাপানের মোট সাতটি ছবি দেখানো হবে উৎসবে। দর্শনীর (২০ টাকা) বিনিময়ে উপভোগ করা যাবে প্রতিটি ছবি। উৎসবটির আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমসিজে ফিল্ম ক্লাব (মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিল্ম ক্লাব)।

সোমবার বেলা দেড়টায় দেখানো হয় চীনের ‘হাউস অব ফ্লাইং ড্যাগার্স’। বিকেল চারটায় দক্ষিণ কোরিয়ার ‘থ্রি আয়রন’  ও সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকছে ভারতের ‘পিকে’।

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টায় হংকংয়ের ‘ইন দ্য মুড ফর লাভ, বেলা দেড়টায় ইরানের ‘অ্যা সেপারেশন’ ও বিকেল চারটায় থাকছে জাপানের ‘স্পিরিটেড অ্যাওয়ে’। সন্ধ্যা সাড়ে ছয়টায় তারেক মাসুদের ‘রানওয়ে’ দেখানোর মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।