ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আইফেল টাওয়ারে ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
আইফেল টাওয়ারে ট্রেলার প্রকাশ ‘বেফিকরে’র দৃশ্যে রণবীর সিংয়ের সঙ্গে বাণী কাপুর

বলিউডের নামজাদা নির্মাতা আদিত্য চোপড়া তার পরিচালিত নতুন ছবি ‘বেফিকরে’কে আলোচিত করতে কোনো কিছুতেই কমতি রাখছেন না। আগামী ১০ অক্টোবর প্যারিসের আইফেল টাওয়ারে ছবিটির ট্রেলার প্রকাশ করতে যাচ্ছে যশরাজ ফিল্মস।

বলিউডের আর কোনো ছবির বেলায় এমন ঘটনার নজির নেই। টুইটারে ‘বেফিকরে’ ছবির পেজে সোমবার (৩ অক্টোবর) দুপুরে পৌনে বারোটায় এ ঘোষণা দেওয়া হয়। আইফেল টাওয়ারে হাজার হাজার পর্যটকের সঙ্গে এ অনুষ্ঠানে যোগ দেবেন ছবিটির নায়ক-নায়িকা রণবীর সিং ও বাণী কাপুর।

নতুন প্রজন্মের প্রেম কাহিনি নিয়েই সাজানো হয়েছে ‘বেফিকরে’। এরই মধ্যে প্রকাশিত ছয়টি পোস্টারের সুবাদে ছবিটিকে ঘিরে আলোচনা শোনা গেছে। প্রথম পাঁচটি পোস্টারে রণবীর ও বাণীর চুম্বন দৃশ্য রয়েছে।

ছবিটির প্রথম গান ‘লাবো কা কারোবার’ও ভালোবাসার মানুষকে চুম্বনের গল্প। এটি গেয়েছেন পাপন। সুর ও সংগীত পরিচালনায় বিশাল-শেখর। ‘বেফিকরে’ মুক্তি পাবে আগামী ৯ ডিসেম্বর।

ছবিটির বেশিরভাগ দৃশ্যায়ন হয়েছে প্যারিসে। এর মাধ্যমে আট বছর পর পরিচালনায় ফিরলেন আদিত্য চোপড়া। সবশেষ শাহরুখ খান ও আনুশকা শর্মাকে নিয়ে ২০০৮ সালে তিনি বানিয়েছিলেন ‘রব নে বানা দি জোড়ি’।

* ‘লাবো কা কারোবার’ গানের ভিডিও :

বাংলাদেশ সময় : ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।