ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাজলের দুর্গাপূজা উদযাপন শুরু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
কাজলের দুর্গাপূজা উদযাপন শুরু কাজল ও শর্বানি মুখার্জি

দুর্গাপূজা উদযাপন শুরু করেছেন বলিউড অভিনেত্রী কাজল। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনকে নিয়ে মুম্বাইয়ে একটি প্যান্ডেল ঘুরেছেন তিনি।

প্যান্ডেলে যাওয়ার সময় ৪৬ বছর বয়সী এই তারকা পরেছিলেন গোলাপি সিল্কের কুর্তি।

প্যান্ডেলটির সহ-আয়োজক কাজলের খালাত বোন শর্বানি মুখার্জি। জে.পি. দত্তের ‘বর্ডার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে হিন্দি ছবি ‘মিট্টি’তেও দেখা গেছে তাকে।

প্যান্ডেলে টিভি অভিনেত্রী সুমনা চক্রবর্তী, বাপ্পি লাহিড়ীর পুত্র বাপ্পাও ছিলেন। বাপ্পাও নর্থ বোম্বে সার্বজনিক দুর্গাপূজা সমিতির সঙ্গে সম্পৃক্ত।

কাজলকে সবশেষ শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিতে। তিনি এখন স্বামী অজয় দেবগনের ‘শিবায়’ ছবির প্রচারণায় অংশ নিচ্ছেন। এটি মুক্তি পাবে দিওয়ালিতে।

বাংলাদেশ সময় : ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।