ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানিয়ে টাইগারের ছবির পোস্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানিয়ে টাইগারের ছবির পোস্টার

নাচনির্ভর গান-বাজনায় ভরপুর ‘মুন্না মাইকেল’ নামের একটি ছবির প্রথম ধাপের কাজ শুরু করেছেন বলিউডের নতুন হার্টথ্রব টাইগার শ্রফ। এরই মধ্যে ভক্তদের জন্য ছবিটির প্রথম পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করলেন ২৬ বছর বয়সী এই তারকা।

বিভিন্ন অনুষ্ঠানে প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন টাইগার। ‘মুন্না মাইকেল’-এ জ্যাকসনের অন্ধভক্তের ভূমিকায় দেখা যাবে তাকে। পোস্টারে কিংবদন্তি সংগীতশিল্পীর চেনা নাচের মুদ্রা দিচ্ছেন ‘হিরোপান্তি’ তারকা। সঙ্গে দেখিয়েছেন নিজের আকর্ষণীয় সুঠাম দেহ।

ইনস্টাগ্রামে পোস্টারটির ক্যাপশনে টাইগার লিখেছেন, ‘জ্যাকসনের কাজ দেখাই সেরা জ্ঞান। আমাকে জীবনের পথপ্রদর্শনের জন্য ধন্যবাদ। ’ হ্যাশট্যাগে জ্যাকসনকে সেরা শিক্ষক হিসেবেও উল্লেখ করেন তিনি।

সাব্বির খান পরিচালিত ‘মুন্না মাইকেল’ মুক্তি পাবে আগামী বছরের ৭ জুলাই। প্রযোজনা করছে ইরোস ইন্টারন্যাশনাল।

বাংলাদেশ সময় : ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।