ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঝামেলার শেষ নেই!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
ঝামেলার শেষ নেই! ‘ঝামেলা আনলিমিটেড’ নাটকে (বাঁ থেকে) ফারুক আহমেদ, তারিক স্বপন, আখম হাসান ও মোশাররফ করিম

একটি বাড়ির মালিক রহমান সাহেব সাদাসিধে হলেও তার স্ত্রী শাহানা একটু কড়া মেজাজের মানুষ। তাদের সন্তান নেই।

এ সুযোগ নিয়ে সবুজ, মিজান, কফিল, অন্যন্যা, গোধূলি এবং সোবহান এ বাড়িতে মোটামুটি স্থায়ীভাবে বসবাস করছে।

মূলত রহমান সাহেবের স্নেহভাজন তারা। তিনি মনে করেন, তারাই তাদের সন্তান। কিন্তু এই মানুষগুলো শুধু শুধু একের পর এক ঝামেলা পাকায়। তাদের কারণে বাড়িতে একটা ঝামেলা শেষ হতে না হতেই আরেকটা শুরু হয়।

গল্পটি ‘ঝামেলা আনলিমিটেড’ নাটকের। তারকাবহুল ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহমেদ, আখম হাসান, কল্যাণ কোরাইয়া, সাদিয়া জাহান প্রভা, সোনিয়া হোসেন, ইফফাত তৃষা, তারিক স্বপন, নয়ন, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল প্রমুখ।

‘ঝামেলা আনলিমিডেট’ লিখেছেন আহসান আলমগীর, পরিচালনা করেছেন শামীম জামান। ৫ অক্টোবর থেকে প্রতি বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময় : ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।