ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘তুমি যে আমার’ ছবিতে কারা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
‘তুমি যে আমার’ ছবিতে কারা? মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও সৈয়দ আশিক রহমান

‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম; ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা; ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং ‘সম্রাট’-এ শাকিব খান ও অপু বিশ্বাস- চারটি ছবিতেই কাজ করেছেন দেশের প্রথম সারির তারকারা।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবার পরিচালনা করতে যাচ্ছেন নিজের পঞ্চম ছবি ‘তুমি যে আমার’।

এতে অভিনয় করবেন কারা? তিনি বললেন, ‘অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ করছি না। আয়োজন করেই জানানো হবে। ছবিটি প্রযোজনা করার জন্য বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের টিভি চ্যানেল আরটিভিকে ধন্যবাদ। ’

শোনা যাচ্ছে, এ ছবিতেও দেশের প্রথম সারির একজন চিত্রনায়ক থাকবেন। তার বিপরীতে দেখা যেতে পারে ভারতীয় কোনো অভিনেত্রীকে। ‘সম্রাট’ ছবিতে কাজ করেছিলেন ভারতের ইন্দ্রনীল সেনগুপ্ত। এবার প্রতিবেশী দেশের একজন নায়িকাকে নেওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। তবে এগুলো স্রেফ গুঞ্জন বলে উল্লেখ করেছেন রাজ।

‘তুমি যে আমার’ তৈরি হবে মৌলিক একটি গল্প নিয়ে। এর ট্যাগলাইন- ‘অ্যা জার্নি বাই লাভ’। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে আরটিভির সঙ্গে রাজের চুক্তিস্বাক্ষর হয়। এ সময় টিভি চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘দর্শকদের নির্মল বিনোদনের জন্য আমরা চলচ্চিত্র নির্মাণে যাচ্ছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।