ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জন্মদিনে সোহার পায়জামা পার্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
জন্মদিনে সোহার পায়জামা পার্টি (বাঁ থেকে) সোহা আলি খান, কঙ্কনা সেন শর্মা ও নেহা ধুপিয়া

জন্মদিনে বন্ধুদের নিয়ে পায়জামা পার্টিতে মাতলেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। ৪ অক্টোবর ৩৮তম জন্মদিনের কেক কেটেছেন তিনি।

এ অনুষ্ঠানে সব অতিথিকে পায়জামা পরে আসতে হয়েছে।

বলিউডে নিজের ঘনিষ্ঠ দুই বন্ধু কঙ্কনা সেন শর্মা ও নেহা ধুপিয়ার জন্যই মূলত পায়জামা পার্টির আয়োজন করেন সোহা। তিনি নিজেও পায়জামা পরেছিলেন।

এক পর্যায়ে বাড়ির বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে জন্মদিনের কেক নিয়ে হাজির হন সোহা। তিনি বলেন, ‘জনপ্রিয়তা নিয়ে আমার কোনো মোহ নেই। ’ তার মতে, বড় তারকাদের চেয়েও উপাদানের প্রতি আগ্রহী দর্শক এখন কম নয়।

সোহাকে সামনে দেখা যাবে ‘থার্টি ফাস্র্ট অক্টোবর’ ছবিতে। এটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। শিবাজি লোটন পাতিলের পরিচালনায় এর গল্প ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পরের ঘটনা নিয়ে। এই হত্যাকান্ডের জন্য শিখদের দায়ী করার সময় এমন একটি পরিবার কীভাবে প্রতিকূলতার সম্মুখীন হয়, সেটাই তুলে ধরা হয়েছে এতে।

সোহা হলেন প্রয়াত ক্রিকেট কিংবদন্তি মনসুর আলি খান পতৌদি ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা। তার ভাই বলিউড অভিনেতা সাইফ আলি খান ও বোন সারা আলি খান। সোহার ভাবি অভিনেত্রী কারিনা কাপুর খান।

বাংলাদেশ সময় : ২০০৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।