ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এ জোকারটা কে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
এ জোকারটা কে?

সবুজ চুল। সারামুখ পাউডারে সাদা করে রাখা।

ঠোঁট পেরিয়ে গালে ছড়িয়ে পড়া লিপস্টিক। সাজগোজে এই তিনের সম্মিলন মানেই ব্যাটম্যানের ঘোর শত্রু জোকার! তার সাজে সহজে কাউকে চেনা যায় না।

তেমনি বলিউড অভিনেতা ইমরান হাশমিকেও এক ঝটকায় চিনতে পারেনি কেউ! বিনোদনমূলক ম্যাগাজিন এফএইচএম-এর নতুন ফটোশুটে হলিউডের বিখ্যাত চার ভিলেনকে শ্রদ্ধা জানানো হয়েছে। সেগুলোরই একটি জোকার।

অন্য তিন ভিলেন হলো- হানিব্যাল লেক্টার, ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের ওয়াল্টার হার্টওয়েল হোয়াইট হেইজেনবার্গ এবং ‘টোয়াইলাইট’ সিরিজের ভলটারির প্রধান আরো। তাদের সাজে তোলা ইমরানের ছবিগুলো ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে অনলাইনে। ফটোশুটে তার সঙ্গে ছিলেন মডেল ইলেনা রোক্সানা মারিয়া ফার্নান্ডেজ।

এফএইচএম সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করেছে। জোকারের সাজে ইমরানকে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট’ ছবিতে এ চরিত্রে অভিনয় করা হিথ লেজারের মতোই লাগছে।

ইমরানকে সবশেষ ভৌতিক ছবি ‘রাজ রিবুট’-এ দেখা গেছে। এখন তার হাতে আছে ‘বাদশাহো’ এবং নিজের প্রযোজিত ‘ক্যাপ্টেন নবাব’। দুটোই মুক্তি পাবে আগামী বছর।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।