ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন মেয়ের জীবনকে ঘিরে ‘আহত ফুলের গল্প’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
তিন মেয়ের জীবনকে ঘিরে ‘আহত ফুলের গল্প’ দৃশ্য: ‘আহত ফুলের গল্প’

পিতৃতান্ত্রিক বাংলাদেশের মুসলিম সমাজব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতি সংস্পর্শ; এ তিনটি বিষয় শাপলা, কামিনী এবং মোহনা নামের তিন মেয়ের জীবনকে কীভাবে প্রভাবিত করেছে তা নিয়ে তৈরি হলো নতুন চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’। এতে শাপলা চরিত্রে অভিনয় করেছেন তাহিয়া খান।

এ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন গাজী রাকায়েত, অনন্যা হক, শেলী আহসান, জয়া, সুজন মাহবুব, আলী আহসান, অভি চৌধুরী, শান্ত কুন্ডু, কামরুল হাসান, তৌহিদুল আলম, সজীব, রিফাত, পিয়ারা বেগম, শহীদুল ইসলাম, ওমরচাঁদ, ইকতারুল ইসলাম, মিনহাজ, তাজিন, রাব্বি, শিরিন।  

ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন, শিল্প নির্দেশনা দিয়েছেন ও পরিচালনা করেছেন অন্ত আজাদ। তিনি বললেন, ‘এ ছবিতে ফ্যান্টাসি নেই। আছে চারপাশে দেখা ঘটনার বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদের প্রচলিত জীবনের গভীর সংকটকে উপলব্ধির চেষ্টা। গল্পের বিষয়বস্তু সিরিয়াস হলেও দৈনন্দিন জীবনে বয়ে চলা হাসি-ঠাট্টা, গান-গীত এবং একটি প্রেম কাহিনির মধ্য দিয়ে গল্পের মূল সুরটি প্রবাহিত হয়েছে। এ ছাড়া বর্ণনাত্মক রীতির সরল ভঙ্গিতে গল্প বলার ধরনটিও আধুনিক যান্ত্রিক চাপে পিষ্ট মানুষের আবেগ ও উপলব্ধিকে একই সঙ্গে স্পর্শ করবে বলে আমার আশা। ’

চলচ্চিত্রটির প্রায় ৯৫ ভাগ চিত্রায়ন হয়েছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার মাটিয়ার পাড়া গ্রামে। এর বাকি অংশের কাজ শেষে এ বছরেই এটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে। ‘আহত ফুলের গল্প’ প্রযোজনা করছে গ্রিন পিচ এন্টারটেইনমেন্ট।

ছবিটির সংলাপে আঞ্চলিক ও প্রমিত দুই ধরনের ভাষারই মিশ্রণ রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ভাওয়াইয়া, লালনগীতি, রবীন্দ্রসংগীত এবং পঞ্চগড় জেলার আঞ্চলিক বিয়ের গীত ও প্রচলিত শ্লোক। এ ছাড়া দুটি মৌলিক গান লিখেছেন সোলায়মান আকন্দ এবং শাহিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।