ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দাউদ ইব্রাহিম হয়ে আসছেন ফারহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
দাউদ ইব্রাহিম হয়ে আসছেন ফারহান ফারহান আখতার

বিখ্যাত দৌড়বিদ মিলখা সিং কিংবা সন্ত্রাসবিরোধী স্কোয়াডের পুলিশ সদস্যের মতো শক্তিশালী ইতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শক মাতিয়েছেন বলিউড তারকা ফারহান আখতার। অচিরেই প্রথমবারের মতো গ্যাংস্টার বনে যাবেন তিনি!

ভারতের কুখ্যাত সন্ত্রাসী দাউদ ইব্রাহিম চরিত্রে অভিনয় করবেন ফারহান।

‘ড্যাডি’ নামের একটি ছবিতে তাকে এ রূপে দেখা যাবে। তবে এখানে দাউদ ইব্রাহিমের উপস্থিতি থাকবে কম।

কারণ এ ছবির গল্পে প্রাধান্য পাচ্ছে ভারতের আরেক গ্যাংস্টার অর্জুন গাওলির জীবন। একসময় সে রাজনীতিবিদ হয়ে ওঠে। এ চরিত্রে অভিনয় করছেন অর্জুন রামপাল।

বলিউড হাঙ্গামা জানিয়েছে, গত জুনে মুম্বাইয়ের খারের একটি বাংলোতে ছবিটির কিছু অংশের কাজ করে ফেলেছেন ফারহান। ‘ড্যাডি’র জন্য তাকে আরও একদিন সময় দিতে হবে। তারপরেই শেষ হবে পুরো চিত্রায়ন।

বাংলাদেশ সময় : ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।