ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জ্যাকি চ্যানের ছবিতে যেভাবে দিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
জ্যাকি চ্যানের ছবিতে যেভাবে দিশা জ্যাকি চ্যান ও দিশা পাতানি

চীনা সুপারস্টার জ্যাকি চ্যানের সঙ্গে ‘কুংফু ইয়োগা’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাতানি। তিনি জানালেন, নাচের প্রতি জ্যাকির ব্যাপক আগ্রহ।

‘ব্যাং ব্যাং’ (২০১৪) ছবিতে হৃতিক রোশন যেমন নেচেছেন, তা দিশার কাছ থেকে শিখে নিয়েছেন ৬২ বছর বয়সী এই অভিনেতা।

একই ভাবে দিশাকে চীনা গান শিখিয়েছেন জ্যাকি। তাই ছবিটিতে কাজ করার মধ্য দিয়ে সাংস্কৃতিক বিনিময় হয়েছে বলে জানান তিনি। তার কথায়, “আমি তাকে হিন্দি আর তিনি আমাকে চীনের বিখ্যাত একটি গান শিখিয়েছেন। গানটি তিনিই গেয়েছেন। তিনি খুবই ভালো গায়ক। আর আমি তাকে ‘ব্যাং ব্যাং’ ছবির ‘তু মেরি’ গানটি শিখিয়ে দিয়েছি। এই গানে হৃতিক রোশনের নাচের মুদ্রাও দেখিয়েছি তাকে। তিনি ঠিকই নাচতে পেরেছেন। কারণ অ্যাকশনে অভ্যস্ত থাকায় খুব ভালো ছন্দে থাকেন, তাই তিনি ভালো নৃত্যশিল্পীও বটে। ”

সব বয়সী দর্শকের প্রিয় অভিনেতা জ্যাকি চ্যানের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবতী মনে করছেন দিশা। ২১ বছর বয়সী এই তারকা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বললেন, ‘তিনি অনুপ্রেরণাদায়ক ও চমৎকার। তাকে দেখে ভয়ে কাঁপিনি। আমি ভক্ত হিসেবেই এক সপ্তাহ মিশেছি। তার সামনে প্রথমবার গিয়ে বিশ্বাস হচ্ছিলো না আসলেই তিনি! জ্যাকি চ্যান কাছে আসার সময় মনে হচ্ছিলো, হায় ভগবান! তিনি আমার সঙ্গে কথা বলছেন, আমার নাম জানেন! তার মুখে নিয়মিত শুনতাম, ‘দিশা সবসময় তুমি হাসো কেনো?”

জ্যাকি চ্যানকে বলা হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন তারকাদের একজন। তার পাশে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা জানিয়ে দিশা বলেন, ‘এটা আমার কাছে ছিলো অভূতপূর্ব। শত হলেও তার সঙ্গে মারামারি করেছি। তিনি কাউকে ভয় দেখান না। বরং অনেক বন্ধুসুলভ, প্রাণবন্ত। সহশিল্পী ও ইউনিটের সবার খোঁজখবর নেন তিনি।

দিশা এ ছবিতে কাজ করার সুযোগ পেলেন কীভাবে? বলিউডে তিনি একমাত্র ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করেছেন। এক্ষেত্রে জিমন্যাস্টিকসে প্রশিক্ষণই তার কপাল খুলে দিয়েছে। তিনি বললেন, ‘তারা এমন একজনকে খুঁজছিলেন যে মারামারি করতে পারবে। আমি দেড় বছর ধরে জিমন্যাস্টিক করছি। তাই আত্মবিশ্বাস নিয়ে অডিশন দিলাম। তারা জানতে চাইলেন মারধর করতে পারবো কি-না। তখন তাদেরকে আমার জিমন্যাস্টিকের ভিডিও দেখাই। তাদের ভালো লাগে। ছবিটির জন্য প্রস্তুত হতে খুব বেশি সময় পাইনি। সেটে গেলে মারামারির কোরিওগ্রাফি দেখিয়ে দেওয়া হতো, সেভাবেই করতাম। ’

‘কুংফু ইয়োগা’ হলো ভারত-চীন যৌথ প্রযোজনায় নির্মিত বহুভাষী অ্যাকশন-অ্যাডভেঞ্চার কমেডি ছবি। এতে বলিউড তারকাদের মধ্যে আরও আছেন সনু সুদ ও আমিরা দাস্তুর। এটি পরিচালনা করেছেন স্ট্যানলি টঙ।

* ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির গানে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে দিশা পাতানি :

বাংলাদেশ সময় : ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।