ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনয়ের জন্য এক টাকাও নেননি হর্ষবর্ধন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
অভিনয়ের জন্য এক টাকাও নেননি হর্ষবর্ধন ‘মিরজিয়া’য় হর্ষবর্ধন কাপুর

সব অভিনয়শিল্পীর কাছেই প্রথম ছবি বিশেষ ব্যাপার। হর্ষবর্ধন কাপুরের বেলায়ও ব্যতিক্রম নয়।

যদিও তিনি বেড়ে উঠেছেন অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালকে পরিপূর্ণ এক পরিবারে। তারা পুরোপুরি সমর্থন দিয়েছেন এই তরুণকে।

আরও বিশেষ ব্যাপার হলো, রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় ‘মিরজিয়া’ ছবিতে বিনা পারিশ্রমিকে অভিনয় করেছেন হর্ষবর্ধন। তিনি মনে করেছেন, নতুন নায়কের পেছনে বিনিয়োগ করা নির্মাতাদের কাছ থেকে সম্মানী নেওয়া ঠিক হবে না।

হর্ষবর্ধনের বরং ছবিটিতে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছেন। তার পেছনে প্রযোজক-পরিচালকরা যে সময় ব্যয় করেছেন, এবার বক্স অফিস সাফল্যের মাধ্যমে তা ফিরিয়ে দেওয়ার পালা। তিনি আরও জানিয়েছেন, আগামীতে ছবিটির জন্য এক কানাকড়িও নেবেন না।  

‘মিরজিয়া’য় অভিনয়ের আগে দেড় বছর ধরে প্রস্তুতি নিয়েছেন হর্ষবর্ধন। এ সময়ে তাকে ঘোড়ায় চড়া শেখানো ও অন্যান্য বিষয়ে পারদর্শী করে তুলতে প্রশিক্ষকদের যে টাকা দিয়েছেন নির্মাতারা, তাতেই তিনি আনন্দিত। এটাকেই একমাত্র পারিশ্রমিক হিসেবে দেখছেন ২৫ বছর বয়সী এই তারকা।

পারিশ্রমিক না নিলেও ছবিটির লভ্যাংশের ভাগ পাবেন কি-না সে ব্যাপারে পরিচালক ও হর্ষবর্ধন উভয়ে নিশ্চুপ। ‘মিরজিয়া’র মাধ্যমে মডেল সাইয়ামি খেরেরও অভিষেক হচ্ছে বলিউডে। এটি মুক্তি পাবে শুক্রবার (৭ অক্টোবর)।

এরই মধ্যে বলিউড তারকারা ছবিটির প্রিমিয়ার উপভোগ করেছেন। তারা অনিল কাপুর পুত্র হর্ষবর্ধনের অভিনয়ে দারুণ মুগ্ধ। সবার ভাষ্য, নতুন তারকার জন্ম হলো! তার বোন সোনম কাপুর ও চাচাত ভাই অর্জুন কাপুর গর্ববোধ করছেন। এ ছাড়া অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঋষি কাপুর, অনুপম খের, হুমা কুরেশি, নেহা ধুপিয়া, আথিয়া শেঠি, ইলি আবরাম, দিব্যা দত্ত, পরিচালক মেঘনা গুলজার প্রশংসাসূচক টুইট করেছেন।  

ইতিমধ্যে বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় ‘ভবেশ জোশি’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হর্ষবর্ধন। অতিমানবীয় গুণ থাকা গুজরাতি এক তরুণকে ঘিরেই এর গল্প। এ ছবিতে কাজ করবেন বলে প্রথম পারিশ্রমিকের চেক পেয়েছেন তিনি।

* ‘মিরজিয়া’ ছবির ট্রেলার :

* ‘মিরজিয়া’ ছবির গান ‘ডেয়ার টু লাভ’ :

বাংলাদেশ সময় : ২০৫১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।