ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুন্দরীকে পেয়ে এলো লেখার অনুপ্রেরণা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
সুন্দরীকে পেয়ে এলো লেখার অনুপ্রেরণা! ‘ইন্সপিরেশন’ নাটকে আজাদ আবুল কালাম ও নাদিয়া আহমেদ

লেখক অনিন্দ্য জামান ইদানীং আর লিখতে পারছেন না। স্ত্রীর কাছ থেকেও আর অনুপ্রেরণা পাচ্ছেন না।

বাড়তে থাকে তাদের দূরত্ব। তাকে লিখতেই হবে, তা না হলে বাঁচবেন না!

স্ত্রীর অনুপস্থিতিতে একদিন অপূর্ব সুন্দরী এক নারী চলে আসে লেখকের বাসায়। তিনি যেন নতুন করে লেখার জন্য প্রাণ ফিরে পেলেন। তার মাথায় আসতে থাকে নতুন নতুন সব ভাবনা। আগের চেয়ে আরও ভালো লিখতে পারছেন তিনি। অনিন্দ্যের আচরণে অস্বাভাবিক ব্যাপার খেয়াল করে স্ত্রী। শুরু হয় নতুন দ্বন্দ্ব।

কিন্তু সুন্দরী আর না আসায় অনিন্দ্যের লেখা আবার থেমে যায়। এখন তার অবস্থা আরও খারাপ। একদিন ঘটলো আরেক কাকতালীয় ঘটনা। তিনি এবার আরও অস্থির হয়ে যান। এভাবে চলতে থাকলে আর কোনোদিন লিখতে পারবেন না।

গল্পটি ‘ইন্সপিরেশন’ নাটকের। এতে অনিন্দ্য জামান চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এ ছাড়াও আছেন মৌটুসী বিশ্বাস, নাদিয়া আহমেদ, নিতুল কুমার মন্ডল ও অনেকে।

নাটকটি লিখেছেন হাবিব জাকারিয়া উল্লাস, পরিচালনা করেছেন অসীম গোমেজ। প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিম আই জানিয়েছে, এনটিভিতে প্রচার হবে ‘ইন্সপিরেশন’।

বাংলাদেশ সময় : ২০৩১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।