ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভোগের প্রচ্ছদকন্যা পিয়া

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
ভোগের প্রচ্ছদকন্যা পিয়া

বিখ্যাত ম্যাগাজিন ভোগের ভারতীয় সংস্করণের প্রচ্ছদকন্যা হলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়া। ভোগ ইন্ডিয়ার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজানো হয়েছে এটি।

এবারই প্রথম ভোগের প্রচ্ছদে স্থান পেলেন বাংলাদেশি কোনো তারকা। এজন্য বেশ উচ্ছ্বসিত ২৪ বছর বয়সী এই তরুণী। ম্যাগাজিনটির অক্টোবর সংখ্যার প্রচ্ছদে তার সঙ্গে আছেন ভারতের পূজা মোর, শ্রীলঙ্কার শেনেলে রড্রিগো, নেপালের বর্ষা থাপা, মালদ্বীপের রাউধা আথিফ ও ভূটানের দেকি ওয়াঙমো।

ভোগের ফটোশুটে অংশ নিতে গত জুলাইয়ে মুম্বাইয়ে যান পিয়া। সার্কভুক্ত ছয়টি দেশের মডেলকে একসঙ্গে ক্যামেরাবন্দি করা হয় মেহবুব স্টুডিওতে। এর দায়িত্বে ছিলেন ভোগ ইন্ডিয়ার ফ্যাশন সম্পাদক আনাইতা আদাজানিয়া শ্রফ। আলোকচিত্রী ছিলেন ভারত সিক্কা। মডেলদের হেয়ার স্টাইল করেছেন  সাইরিল লালুই।

এদিকে কোরিয়ায় একটি অনুষ্ঠানের লালগালিচায় দ্যুতি ছড়াতে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা ছেড়েছেন পিয়া। কোরিয়ান ট্যুরিজম বোর্ড ও মডেল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে সেখানে অংশ নিতে যাচ্ছেন তিনি। বিশ্বের ২৫টি দেশের ২৫ জন মডেল শনিবার (৯ অক্টোবর) লালগালিচায় হাঁটবেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।