ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজায় ঢাকেশ্বরী মন্দিরের আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
দুর্গাপূজায় ঢাকেশ্বরী মন্দিরের আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবারের মতো ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে থাকছে নানান আয়োজন। বৃহস্পতিবার বোধনের মধ্য দিয়ে পূজা শুরু হয়।

শুক্রবার (৭ অক্টোবর) দেবীর আমন্ত্রণের পর সন্ধ্যায় ছিলো ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ধর্মীয় গান গেয়েছেন উঠতি শিল্পীরা। প্রতি বছর এখানে দেশের বিশিষ্ট শিল্পীরা গান করেন। এ বছর নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় থাকছে দুঃস্থদের মধ্যে বস্ত্রবিতরণ কর্মসূচি। আগামী ৯ অক্টোবর সন্ধ্যায় সন্ধিপূজার পর আছে মহাপ্রসাদ বিতরণ। ১০ অক্টোবর মহানবমী বিহিত পূজা এবং সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা হবে। ১১ অক্টোবর দুপুর ১২টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিকেল ৪টায় বের হবে বিজয়া শোভাযাত্রা।    

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু বাংলানিউজকে বলেন, ‘সব মন্ডপেই এখন উৎসবমুখর পরিবেশ। তবে ঢাকেশ্বরী যেহেতু কেন্দ্রীয় মন্দির, তাই এখানে বিশিষ্টজনদের আগমন বেশি হয়। ’

নিরাপত্তার কথা ভেবে গান ও নাচের অনুষ্ঠান গুল কলাবাগান, ধানমন্ডির দিকেই বেশি হবে এবার। পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। পূজা মন্ডপ গুল সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। ’

বাংলাদেশ সময় : ১৯১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।