ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আগাম করদাতা তালিকায় শীর্ষে সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
আগাম করদাতা তালিকায় শীর্ষে সালমান খান সালমান খান

টানা তিনটি হিট ছবির (এয়ারলিফট, হাউসফুল থ্রি, রুস্তম) সুবাদে ২০১৬ সম্ভবত অভিনেতা অক্ষয় কুমারের বছর। তবু সর্বোচ্চ করদাতার তালিকায় তার আধিপত্য নেই।

এক্ষেত্রে তাকে সিংহাসনচ্যুত করেছেন সুপারস্টার সালমান খান। তার ‘সুলতান’ গত রোজার ঈদে মুক্তির পর বিশ্বব্যাপী আয় করেছে ৫৮৫ কোটি রুপি।

গত সেপ্টেম্বর পর্যন্ত ৫০ বছর বয়সী সালমান আগাম কর দিয়েছেন ১৬ কোটি রুপি। গত বছর তিনি অগ্রিম কর দিয়েছিলেন ১১ কোটি রুপি। এবারের তালিকায় যৌথভাবে দুই নম্বরে আছেন অক্ষয় কুমার ও হৃতিক রোশন। দু’জনই দিয়েছেন ১১ কোটি রুপি করে।

এই আর্থিক বছরে ৭ কোটি ৮০ লাখ রুপি আগাম কর দিয়ে তালিকার তিন নম্বরে আছেন রণবীর কাপুর। কমেডিয়ান কপিল শর্মাও আছেন এই দৌড়ে। তিনি আগাম কর দিয়েছেন ৬ কোটি ৭ লাখ রুপি।

সুপারস্টার আমির খান ৩ কোটি ৭০ লাখ রুপি দিয়ে আছেন পাঁচ নম্বরে। বলিউডের আরও দুই বাঘা অভিনেতা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের কর নিয়ে কিছু প্রকাশ করেনি ভারতের আয়কর বিভাগ।

বাংলাদেশ সময় : ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।